বাংলা হান্ট ডেস্ক: ফের চড়ছে তাপমাত্রা। দিনভর মেঘলা আকাশ সাথে গুমোট গরম। উত্তরবঙ্গের কয়েক জেলা ছাড়া বৃষ্টিহীন ছিল গোটা বাংলা। গতকালও রাতের দিকে ভারী বৃষ্টি (Rainfall) হয়েছিল উত্তরের কিছু জেলায়। উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে (South Bengal Weather) এখনও বর্ষা ঢোকেনি। কবে থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে?
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ৬ তারিখ পর্যন্ত রোজই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলায় ঝড়-বৃষ্টি হবে।
দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১০ জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে। তবে তার আগেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের পর থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল ভোট গণনার দিনও রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে। সোমবার ঝড়ের সম্ভাবনাও রয়েছে একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল ৩ জুন, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা।





Made in India