বাংলাহান্ট ডেস্ক: জন্মদিন জমজমাট পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনই জন্মদিন তাঁর। বাড়ি থেকে রাজের শুটিং সেট, সর্বত্রই হইহই ব্যাপার। স্বামীর জন্মদিন স্পেশ্যাল করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজের সঙ্গে প্রকাশ্যে রোম্যান্স করতেও দেখা গেল তাঁকে।
সকাল থেকেই বাড়িতে ছিল সেলিব্রেশনের পরিবেশ। দু দুটো কেক আনা হয়েছিল বার্থডে বয়ের জন্য। রাজকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আদরে ভরিয়ে দিতে দেখা যায় শুভশ্রীকে। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন পার্টনার। আমি জানি তোমাকে আমার জীবনে পেয়ে আমি সবথেকে বেশি ভাগ্যবতী। সমস্ত আনন্দ, স্বাস্থ্য এবং সাফল্য তুমি পাও এই কামনা করি। তুমি সবথেকে সেরা।’

বাড়িতে কেক কাটার পর রাতে বড়সড় জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন রাজ। টুকটুকে লাল শর্ট ড্রেসে সেজেছিলেন শুভশ্রী। পার্টির মাঝেই স্বামীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে দেখা গেল তাঁকে। এমনিতে সর্বসমক্ষে রোম্যান্স করতে বিশেষ আপত্তি দেখা যায় না রাজ শুভশ্রীর। তবে ইদানিং যেন সেই প্রবণতাটা আরো বেড়েছে। সঙ্গে বেড়েছে ট্রোলিংয়ের মাত্রাও।


রাজ শুভশ্রীর চুম্বনরত ছবি দেখে কেউ লিখলেন, শো অফ। আবার কারোর মতে, দেব এবং মিমিকে দেখিয়ে দেখিয়েই এসব করছেন তাঁরা। কয়েকজন রীতিমতো শুভশ্রীর প্রাক্তন দেবকে ট্যাগও করে দিয়েছেন। কারোর প্রশ্ন, বেডরুম নেই? টলিউডের নায়িকা হয়ে বলিউড হলিউডকে নকল করছেন কেন? একজন সরাসরি প্রশ্ন করে বসেছেন, ‘পর্ন কবে দেখতে পাবো?’

এর আগেও বর্ষবরণের রাতে অন্তরঙ্গ ছবি শেয়ার করে নেটপাড়ায় ঝড় তুলেছিলেন রাজ শুভশ্রী। নিন্দুকরা তখনো ধেয়ে এসেছিল। অবশ্য এসব কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাঁরা দুজনেই। তাই কখনোই তেমন উত্তর দিতে দেখা যায় না ‘রাজশ্রী’ জুটিকে।





Made in India