বাংলাহান্ট ডেস্ক: গতকাল ভ্যালেন্টাইনস ডে (valentines day) তে প্রেমে মজেছিলেন টলিউড তারকারা। অনেকে বিশেষ মানুষের সঙ্গে, আবার অনেকে নিজের সারা জীবনের সঙ্গীর সঙ্গেই কাটিয়েছেন এই বিশেষ দিন। এই তালিকাতেই রয়েছেন শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও রাজ চক্রবর্তী (raj chakraborty)। প্রেম দিবসে দুজনের একান্ত ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও (video) ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
নিজেই ইনস্টা হ্যান্ডেলে বুমেরাং ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে রাজকে জড়িয়ে রয়েছেন শুভশ্রী। স্ত্রীর বুকে মুখ গুঁজে শুয়ে রয়েছেন রাজ। শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। প্রিয় তারকা জুটির এমন মাখোমাখো প্রেম দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরাও।

শুধু রাজ নন, শুভশ্রীর ভ্যালেন্টাইন তাঁর ছেলে ইউভানও বটে। এদিন ছেলের সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি। ইউভানকে কোলে নিয়ে আদরে, চুমুতে ভরিয়ে দিতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি দুটিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।অপরদিকে শুভশ্রীর সঙ্গে লং ড্রাইভে বেরোনোর ভিডিও পোস্ট করেছেন রাজ। ক্যাপশনে লিখেছেন, ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি’।
https://www.instagram.com/p/CLQ5JNIgmXM/?igshid=pan8qj3a783e
জানা যায়, ২০১৬ সালে ‘অভিমান’ ছবির শুটিংয়ের সময়েই একে অপরের প্রেমে পড়েন রাজ শুভশ্রী। দু বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ তে সাত পাকে বাঁধা পড়েন টলি দুনিয়ার এই দুই হেভিওয়েট তারকা। ২০২০ তে তাঁদের পরিবারে আসে নয়নের মণি, ইউভান।
https://www.instagram.com/p/CLQxl-Igtbm/?igshid=lbtsy2n81jtj
https://www.instagram.com/p/CLQ4npCp4K6/?igshid=7ag4qbikzkcc
মা হওয়ার পর এবার ধীরে ধীরে ফের ওয়ার্ক আউট করা শুরু করেছেন শুভশ্রী। ঝড়িয়ে ফেলছেন অতিরিক্ত মেদ। এবার কাজও শুরু করে দিলেন তিনি। নিজের ইনস্টা হ্যান্ডেলেই এই ঘোষনা করেছেন শুভশ্রী। তবে কি কাজ শুরু করেছেন তা খোলসা করেননি তিনি।





Made in India