বাংলা হান্ট ডেস্ক: বছরখানেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন টলিউডের বিখবিখ্যাত জুটি রাজ-শুভশ্রী।নতুন সংসার বেশ ভালোভাবেই উপভোগ করছেন এই সেলেব দম্পতি। পুজোর কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি পরিনিতা।
পরিনিতার নায়িকা চরিত্রে দেখা গিয়েছে শুভশ্রীকে। বক্স অফিসে চূড়ান্ত সাফল্য পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত পরিনিতা। পাশাপাশি সমালোচকদের কাছ থেকে ছবিতে অসামান্য অভিনয়ের প্রশংসাও পেয়েছেন শুভশ্রী। সেই আনন্দ উদযাপন করতেই রাজ-শুভশ্রীর এখন রয়েছে মাসাইমারা অভয়ারণ্যে। জানা গিয়েছে, শুভশ্রীর অনেক দিনের ইচ্ছে ছিল সেখানে যাওয়ার সেকারণেই স্বামী রাজ চক্রবর্তীর সারপ্রাইজ ট্রিপ।

জঙ্গল সাফারির একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই সেলেব জুটি। কখনো জেব্রা, কখনো হায়না, কখনো বুনো হাতির পাল, কখনো সূর্যাস্ত, আবার কখনো স্বয়ং পশু রাজের সঙ্গমের ভিডিও ক্লিপ।
প্রকৃতির কোলে স্বাভাবিক নিয়মেই তারা আনতে চলেছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে। পশুরাজের মিলনের এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে খুব সুন্দর ক্যাপশন সহ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ-শুভশ্রী।





Made in India