বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল (IPL) এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রাজস্থান রয়েলস (Rajasthan Royals)। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 5 উইকেট হারিয়ে 195 রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মারকাটারী ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। 21 বলে 60 রানের মারকাটারি ইনিংস আসে হার্দিকের ব্যাট থেকে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রবীন উথাপ্পাকে হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান রয়েলস। তারপর ব্যাট হাতে ক্রিজে আসেন অধিনায়ক স্টিভ স্মিথ। তিনিও অল্প সময় ক্রিজে থেকেই প্যাভিলিয়নে ফিরে যান। সেই সময় দলের হাল ধরেন বেন স্টোকস এবং সঞ্জু স্যামসন। এই দু’জনের ব্যাটের উপর ভর করে আট উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয় রাজস্থান রয়েলস।
এইদিন রাজস্থানের হয়ে মাত্র 60 বলে 107 রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেন স্টোকস। বেন স্টোকসের এই ইনিংসটি সাজানো ছিল 14 টি চার এবং 3 টি ছক্কা দিয়ে। 31 বলে 54 রান করে বেন স্টোকসকে যোগ্য সঙ্গ দেন সঞ্জু স্যামসন। ম্যাচের সেরা হয়েছেন বেন স্টোকস।





Made in India