বাংলা হান্ট –আজ কলকাতা সিজিও কম্প্লেক্স এ হাজিরা দেওয়ার কথা ছিল কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার কে কিন্তু দীর্ঘ টালবাহানার পর আজ সকালে তারই এক প্রতিনিধি এসে চিঠি দেন।
হঠাৎই দেখা যায় দুটোর সময় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন পুলিশ কমিশনার রাজীব কুমার, কারণ রোজভ্যালি কাণ্ডে তাকে জেরা করতে চায় সিবিআই অফিসার। তার চিঠিতে খুশি নয়। কারণ আজকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল হাজিরা দিতে হবে।
অবশেষে ২টো সময় আসতে হলো রাজীর কুমারকে। তারপরই হঠাৎ এই হাজিরা, এখন তাকে জেরা চালাছে অফিসারা৷





Made in India