বাংলাহান্ট ডেস্ক: মাত্র সাত মাসের পরিচয়। তাতেই প্রেমিক আদিল শাহ দুরানির (Adil Shah Durani) সঙ্গে নিকাহ করে ধর্ম বদলে ‘ফতিমা’ হয়েছিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। ফল পেলেন হাতেনাতে। স্ত্রীকে অস্বীকার করলেন আদিল। কোনো নিকাহ নাকি হয়ইনি তাঁদের। স্বামীর কথা শুনে এখন কেঁদে ভাসানোর জোগাড় রাখির।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রাখি এবং আদিলের ছবি। সেখানে দেখা গিয়েছিল, নিকাহর পর নিজের নাম বদলে রাখি থেকে ফতিমা হয়েছেন তিনি। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, রাখি কি ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন? এবার গুঞ্জনে শিলমোহর দিলেন তাঁর আইনজীবী।

সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, নিকাহ নকল নয়। সমস্ত নিয়ম কানুন মেনেই নিকাহ হয়েছে আর সেটা রেজিস্টারও করা হয়েছে। নিকাহনামা রয়েছে। এছাড়াও রাখির আইনজীবী জানান, মুম্বইতে মিউনিসিপ্যাল কর্পোরেশনে বিয়ে রেজিস্টার করার নিয়ম রয়েছে। সেসব কিছুই হয়েছে।
তিনি আরো জানান, রাখি এবং আদিল দুজনেই ফর্ম ফিলাপ করেছেন। নিকাহনামা এবং ম্যারেজ সার্টিফিকেট দুটোই রয়েছে। তবুও আদিল কেন এই নিকাহ অস্বীকার করছেন তা তিনিও জানেন না বলে মন্তব্য করেন তাঁর আইনজীবী। সেই সঙ্গে তিনি এও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নিকাহ করার জন্য নিজের ধর্ম বদলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি। তাঁর নতুন নাম রাখি সাওয়ান্ত ফতিমা।
কিন্তু আদিল তো বিয়েটাই অস্বীকার করছেন! রাখি নাকি চিন্তায় পড়ে গিয়েছেন। একেই তাঁর মায়ের অসুস্থতা, তার উপরে আদিলের ভোলবদল, দুয়ে মিলিয়ে বড় বিপদে পড়েছেন তিনি। তাঁর আইনজীবী জানান, আপাতত রাখির চিন্তা তাঁর অসুস্থ মাকে নিয়ে। ভবিষ্যতে যদি তিনি আইনি পদক্ষেপ নিতে চান তাহলে সেই মতো ব্যবস্থা হবে।





Made in India