বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক তৈরিতে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut) যদি কেউ টক্কর দিতে পারেন তবে তিনি রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বলিউডের ‘এন্টারটেনমেন্ট কুইন’ তিনি। কখন কোন পরিস্থিতিতে তিনি যে কী বলে বসবেন তার ধারনা নেই কারোর কাছেই। অতি সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়েছিলেন রাখি। অথচ তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা দূরে থাক, উলটে কঙ্গনাকে খোঁচা মেরে বসেছেন তিনি।
সাম্প্রতিক একটি ভিডিওতে ওয়েব সিরিজ ‘এসকেপ লাইভ’ এর প্রচার করতে দেখা গিয়েছে রাখিকে। সিরিজটিতে রয়েছেন ‘রঙ দে বসন্তি’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ। ভিডিওতে রাখিকে বলতে শোনা যায়, “আমি কঙ্গনা রানাওয়াতের মতো নই। এইসব ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুকের থেকে আমার স্ট্যাটাস অনেক উঁচুতে। তোমরা জানো না আমি কী করতে পারি। বিশ্বাস হচ্ছে না? সলমন ভাইকে জিজ্ঞাসা করে নাও, কী করেছিলাম আমি সবার বিগ বসে, আর উনি আমাকে কী করেছিলেন।”

আসলে যেকোনো বিষয় নিয়েই নিজের মতামত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই শেয়ার করে থাকেন কঙ্গনা। আগে টুইটারেই নিজের মত প্রকাশ করতেন। কিন্তু সেখান থেকে চিরদিনের মতো বিতাড়িত হওয়ার পর এখন ইনস্টাগ্রাম স্টোরিকেই নিজের কাজে লাগান ‘কুইন’ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন তিনি। তাই সরাসরি নাম নিয়েই কঙ্গনাকে কটাক্ষ করেছেন রাখি।
https://www.instagram.com/tv/Ccj_HnZB1p5/?igshid=YmMyMTA2M2Y=
এটা অবশ্য প্রথম বার নয়। এর আগেও বিগ বস তথা সলমনকে কটাক্ষ করায় কঙ্গনাকে একহাত নিয়েছিলেন রাখি। বরাবরের মতোই অভিনেত্রীর নাম নিয়ে তিনি বলেছিলেন, “আমার খুব খারাপ লেগেছিল যখন কঙ্গনা বলে যে, ‘এটা আপনার ভাইয়ের ঘর নয়’। বোন শোনো, এতদিন ধরে ভাইই শো চালিয়ে আসছেন। তোমার দম থাকলে একটা শো চালিয়ে দেখাও। আমার মনে হয় ভাইয়ের দম আছে। কিন্তু বোনের নেই।”





Made in India