বাংলাহান্ট ডেস্ক: ফের ট্রোলারদের নিশানায় অভিনেত্রী রকুল প্রীত সিং (Rakul Preet Singh)। একটি পুরনো সাক্ষাৎকারের বিষ্ফোরক মন্তব্য নিয়ে লাগাতার ট্রোল হয়ে চলেছেন তিনি। এমনকি তাঁর মানসিক সুস্থতা নিয়েও উঠছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল রকুলের ওই মন্তব্য।
ঘটনাটা অবশ্য বহু পুরনো। সে সময়ে অভিনেত্রী হিসাবে পরিচয়ও পাননি রকুল। মডেলিং দুনিয়ায় নাম করছেন ধীরে ধীরে। ২০১১ সালের মিস ইন্ডিয়া হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি। সেখানেই প্রশ্নোত্তর পর্বে এক বিষ্ফোরক উত্তর দিয়েছিলেন তিনি যার জন্য এত বছর পর সমালোচনার মুখে পড়তে হয়েছে রকুলকে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, সোনু সূদের সঙ্গে হেঁটে আসছেন রকুল। বিচারকদের আসনে ছিলেন অভিনেতা ফারদিন খান। তিনিই রকুলকে প্রশ্ন করেন, ভবিষ্যতে তিনি যদি কখনো জানতে পারেন যে তাঁর পুত্রসন্তান সমকামী তাহলে তাঁর প্রতিক্রিয়া কী হবে?
সঙ্গে সঙ্গে রকুল বলে ওঠেন, ছেলে সমকামী জানতে পারলে তিনি প্রচণ্ড চমকে যাবেন আর হয়তো থাপ্পড়ও মেরে বসতে পারেন। তবে তারপরেই নিজেকে সংযত করে রকুল বলেন, “যদিও আমি এটাও মনে করি, যৌন পছন্দটা যার যার নিজের ব্যাপার। আমার ছেলে যদি ওই সিদ্ধান্তটা নিয়েই এগোতে চায় তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে আমার নিজস্ব মতামত বিচার করলে আমি সমকামিতার পক্ষে নই।”
ভিডিও ভাইরাল হতে রকুলের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। অনেকে কটাক্ষ করেছেন, নীচ মানসিকতাটা লোকাতে পারলেন না। ফাঁস হয়েই গেল। অনেকে বলিউড অভিনেত্রীদেরকেই কাঠগড়ায় তুলেছেন। এদের সবার মনের মধ্যেই বৈষম্যের বিষ রয়েছে, দাবি ক্ষুব্ধ নেটনাগরিকদের।
প্রসঙ্গত, আগামীতে ‘ছাতরিওয়ালি’ ছবিতে দেখা যাবে রকুলকে। একজন কন্ডোম পরীক্ষকের ভূমিকায় অভিনয় করছেন তিনি। ছবির বিষয়ে বলতে গিয়ে সঠিক যৌনশিক্ষার প্রসঙ্গ উঠে এসেছিল তাঁর কথায়। তিনি বলেছিলেন, যৌনতা এখনো একটা ট্যাবু হয়ে রয়েছে অনেকের কাছেই। প্রতিটি স্কুলে পড়ুয়াদের সুরক্ষিত যৌনতা দিয়ে শিক্ষা দেওয়া উচিত। কারণ এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা যেটার উচিত অনুচিত নিয়ে সঠিক শিক্ষা দরকার।





Made in India