বাংলাহান্ট ডেস্ক : ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জী (Rani Mukherjee)। ‘রাজা কি আয়েগি বরাত’ ছবিতে অভিনয় করলেও তাঁর জনপ্রিয় বেড়েছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে কাজ করার পরেই। ক্যারিয়ারের একদম শুরুতেই পরিচালক আদিত্য চোপড়ার (Aditya Chopra) সঙ্গে বন্ধুত্ব শুরু হয় রানির। যদিও যশ রাজ ফ্লিমসের কর্ণধার তখন ছিলেন বিবাহিত।
বলি পাড়ায় কান পাতলেই শোনা যায়, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির জন্য নায়িকা খুঁজছিলেন করণ জোহার। আর তখনই নাকি তাঁকে রানির নাম সাজেস্ট করেন আদিত্য। বন্দুর কথায় রাজিও হয়ে গেছিলেন করণ। যদিও সবটাই অজানা ছিল রানির। ছবি নিয়ে বৈঠক চলাকালীনই প্রথম সাক্ষাৎ হয়েছিল আদিত্য-রানির।

সেই সময় নাকি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন রানি। আর সেকারণেই চোপড়া পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠতে থাকে তাঁর। অংশগ্রহণ করতেই তাঁদের পারিবারিক অনুষ্ঠানেও। জানা যায়, সেই সময় সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছে আদিত্য-পায়েলের। আর তাই অনেকেই ‘খলনায়িকার’ তকমা দিয়েছিলেন অভিনেত্রীকে।

২০০১ সালে গাঁটছড়া বেঁধেছিলেন পায়েল-আদিত্য। তিনি ছিলেন অন্দরসজ্জাশিল্পী। আট বছর তাঁদের সম্পর্ক ঠিকঠাক থাকলেও সেই সম্পর্কে ভাঙ্গন ধরতে সময় লাগেনি খুব বেশিক্ষন। এরপরেই রানির সাথে ঘনিষ্ঠতা শুরু হয় পরিচালকের। বর্তমানে কন্যা আদিরাকে নিয়ে সুখেই কাটছে তাঁদের সংসার।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা বেশি মুখ খুলতে দেখা যায়না এই বলি অভিনেত্রীকে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন মিসেস চ্যাটার্জী। তিনি বলেন, ‘আমি অনেক আগে থেকেই চিনতাম আদিত্যকে। আমি যখন ওর সাথে কাজ করিনি তখন থেকেই সম্পর্ক। আমার শেষ তিনটে ছবির মধ্যে কোনোটারই প্রযোজক নয় আদিত্য’।

চলতি মাসেই বক্স অফিসে মুক্তি পেয়েছে রানি মুখার্জী অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি। দর্শকমহলে বেশ ভালোই সারা ফেলেছে এই ছবি। বর্তমানে খুব বেশি ছবিতে দেখা যায়না জনপ্রিয় এই অভিনেত্রীকে। ‘মর্দানি ২’ ছবি মুক্তি পাওয়ার পর একটা লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর তাঁকে দেখা গেল অসীমা ছিব্বড় পরিচালিত ছবিতে।





Made in India