বাংলা হান্ট ডেস্ক: রানী মুখার্জীর মর্দানি বেশ হিট হয়েছিল। এবার মার্দানি ২ এর মাধ্যমে বলিউডেও দেবীপক্ষ শুরু হয়ে গেল। আসলেও তা-ই।
দুর্নীতি ও অপরাধ জগতের গভীরে গিয়ে পুলিশের দাপট দেখানো এক নারী পুলিশের ভূমিকায় ফের দেখা যাবে রানিকে। রয়েছে অ্যাকশন ও দুর্দান্ত ডায়ালগ। আর সব মিলিয়ে টিজারেই চোখ ঝলসে দিয়েছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।
সিনেমার শুটিং শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিকে। জয়পুর, কোটা-সহ রাজস্থানের বিভিন্ন এলাকায় দৃশ্যায়ন হয়েছে। পরিচালক গোপী পুথরাণের ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ ডিসেম্বর।
মাতৃত্বের বিরতির আগে রানির সর্বশেষ সিনেমা ছিল ‘মর্দানি’। এর পর ‘হিচকি’ দিয়ে তার কামব্যাক হয় বলিউডে। বছর দুয়েক আগের সেই ছবিও বেশ সফল। ভারতের পাশাপাশি চীনেও দারুণ ব্যবসা করেছে।





Made in India