বাংলাহান্ট ডেস্ক: অবসর নেওয়ার কথা বলে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। বাংলাদেশে সংবাদ মাধ্যমের সামনে তাঁর বক্তব্য চাঞ্চল্য ছড়িয়েছিল দুই বাংলাতেই। পরে অবশ্য জানা যায় তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। আর এবারে এল আরেক প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) অবসরের খবর।
বাংলা সিনেমার স্বর্ণযুগের অন্যতম অভিনেতা রঞ্জিত মল্লিক। কাজ করেছেন উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। দশকের পর দশক ধরে বাংলা সিনেমার গৌরব অক্ষুন্ন রাখার দায়িত্ব নিজের কাঁধে বহন করে চলেছেন তিনি। এবার কি তাঁর বিদায় বলার পালা?

না না চমকে উঠবেন না। রঞ্জিত মল্লিক অবসর নিচ্ছেন ঠিকই, তবে সেটা বাস্তবে নয়, অনস্ক্রিনে। আসলে এটাও তাঁর অভিনয়েরই অংশ। মঞ্চ, বড়পর্দার পর এবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রবীণ অভিনেতা। তাঁর প্রথম প্রোজেক্টের পোস্টার প্রকাশ্যে এসে গিয়েছে ইতিমধ্যেই। সেই পোস্টার ঘিরেই যত জল্পনা কল্পনা।
আসলে রঞ্জিত মল্লিকের ডেবিউ ওয়েব সিরিজের নাম ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’। দীর্ঘদিনের পেশাগত জীবন থেকে অবসর নেওয়ার পর মানুষের জীবনে কী কী বদল আসে, সেগুলোর সঙ্গে কীভাবেই বা মানিয়ে নিতে হয় সেটাই এই সিরিজের গল্পে নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলবেন রঞ্জিত মল্লিক।
আসন্ন সিরিজের প্রথম পোস্টারটিও বেশ নজর কেড়েছে সকলের। চেয়ারে শুয়ে কিছু নিয়ে ভাবতে ব্যস্ত রঞ্জিত মল্লিক। পোস্টারটি দেখেও প্রশংসা করেছেন অনেকেই। এই প্রথম ওয়েব সিরিজে পা রাখছেন রঞ্জিত মল্লিক। বর্ষীয়ান অভিনেতার নতুন ইনিংস নিয়ে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। খুব তাড়াতাড়ি যে তিনি অবসরের পরিকল্পনায় নেই সেটাও বেশ স্পষ্ট।





Made in India