বাংলাহান্ট ডেস্ক: ২০১৮ তে অনেক স্মরনীয় ঘটনাই ঘটেছে। কিন্তু সেই তালিকায় একজনের নাম না রাখলেই নয়। তিনি রানু মণ্ডল (ranu mondal)। গত বছরের শেষের দিকে সোশ্যাল মিডিয়া মোটামুটি তিনি একাই মাতিয়ে রেখেছিলেন। তাঁর অবিশ্বাস্য ভাগ্যের পরিবর্তন দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল সকলেরই। হিমেশ রেশমিয়ার (himesh reshammiya) সঙ্গে প্লেব্যাক সিঙ্গিংও করেছিলেন রানু।
কিন্তু সেসব জৌলুস এখন অতীত। অবস্থা ফের আগের মতোই হয়ে গিয়েছে রানুর। শ্যাওলা ধরা পুরনো বাড়িতে একার সংসার তাঁর। জনপ্রিয়তা অস্তাচলে। প্রয়োজন ফুরোনোয় নিজের মেয়েও আর খোঁজ খবর রাখেন না মায়ের। রানু নিজেও জানালেন আর চিন্তা ভাবনা করেন না তিনি। তাঁর মালিক আছেন, তিনিই যা করার করবেন।

রানুর এই মালিক কিন্তু সকলেরই মালিক, স্বয়ং ঈশ্বর। নিজের ভাল মন্দ সুখ দুঃখ সবের দায়িত্ব মালিকের উপরেই ছেড়ে দিয়েছেন রানু। ভাইরাল ভিডিওর দৌলতে জনপ্রিয়তা তুঙ্গে উঠেছিল তাঁর। হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ড, বলিউডে বেশ নামজাদা হয়ে উঠেছিলেন তিনি।
সলমন খান বলেছিলেন রানুকে সোনায় মুড়ে দেবেন। কী দিলেন অভিনেতা? সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনেই রানুর ঝাঁঝালো উত্তর, “এই প্রশ্নগুলো সলমন খানকে গিয়েই করুন না”। ঘরের বাস্তবিকই হতশ্রী অবস্থা। রানুর হাহাকার, ঘরে না আছে টিভি, না আছে টেপ রেকর্ডার আর না একটা ফোন। গান শুনতেই পারেন না এখন আর।
পুজোর অ্যালবামের সঙ্গে সঙ্গে কাজের ফাঁকে ফাঁকেও গুনগুন করে গান গেয়ে উঠছিলেন রানু। তবে তাঁর অভিযোগ, তাঁর সাফল্য নাকি অনেকে সহ্য করতে পারে না। অনেক শত্রু হয়েছে তাঁর। এমনকি তাঁর মোবাইল ফোনটাও নাকি তারাই ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেন রানু।
 
			 





 Made in India
 Made in India