বাংলা হান্ট ডেস্ক : সালটা ২০২০। হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন বলিউড (Bollywood) জগতের একসময়ের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। দীর্ঘদিন তোর এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন মারণ রোগ ক্যান্সারের সঙ্গে। অবশেষে বাধ্য হলেন হাল ছাড়তে। পরিবারসহ ভক্তদের কাঁদিয়ে চির নিদ্রায় চলে গেলেন তিনি। একমাত্র ছেলের বিয়েটাও দেখে যেতে পারেননি এই অভিনেতা। বাবার কথা বলতে গিয়ে চোখ ভিজলো রণবীরের কাপুরের (Ranbir Kapoor)।
দীর্ঘদিনের প্রেম। ২০২২ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট আলিয়া ভাটের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুর। সেই বছরেই বাবা হওয়ার আনন্দ পান তিনি। ঘর আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। স্ত্রী এবং নিজের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন রাহা। অনেকটা সময় পেরিয়ে গেলেও মেয়েকে এখনও ভক্তদের সামনে নিয়ে আসেননি এই তারকা জুটি। সাফ জানিয়ে দিয়েছেন মেয়ের পাঁচ বছর বয়স না হওয়া পর্যন্ত কারোর সামনে নিয়ে আসা হবে না রাহাকে।

আজ সবই আছে অভিনেতার কাছে। নেই শুধু বাবা। এই আক্ষেপটা যেন রয়ে গেছে অভিনেতার মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খুললেন রণবীর। অভিনেতার কথায়, ‘একজন সন্তানের কাছে সবচেয়ে প্রিয় তার মা বাবা। কিন্তু এই মা-বাবাকে একটা সময় হারিয়ে ফেলতে হয় আমাদের। এই ক্ষতটা সারা জীবন মনে রয়ে যায় সন্তানদের। মা বাবার জায়গাটা সহজে কেউ পূরণ করতে পারে না’।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা ঋষি কাপুর। চলছিল চিকিৎসা। হঠাৎ করেই না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা। সে সময় ব্রহ্মাস্ত্র এবং শামশেরা ছবির কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন রণবীর। বাবা চলে গেলেও কাজ বন্ধ করতে রাজি ছিলেন না অভিনেতা। আজও নাকি ব্রহ্মাস্ত্র ছবি দেখলেই বাবার কথা মনে পরে তাঁর। বারবার ফিরে যান পুরনো স্মৃতিতে। সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি স্বামী স্ত্রী মিলে শুরু করেছেন প্রযোজনার কাজ। বর্তমানে দুজনের হাতে রয়েছে একাধিক কাজ। চলতি মাসের ৮ তারিখ বক্স অফিসে মুক্তি পেতে চলেছে রণবীর শ্রদ্ধা অভিনীত ছবি ‘তু ঝুটি ম্যায় মাক্কার’। অন্যদিকে বলি জগতের আর এক রণবীরের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। আবার বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, রণবীর শ্রদ্ধার ছবি বক্স অফিসে মুক্তি পাওয়ার পরেই সন্দীপ রেড্ডি ভঙ্গার পরিচালিত ছবি ‘অ্যানিমেলের’ শুটিং শুরু করবেন রণবীর কাপুর।





Made in India