বাংলা হান্ট ডেস্ক :তেলেঙ্গানার চিকিত্সক গণধর্ণ ও খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ধর্ষণের ঘটনা। এবার খোদ রাজধানী শহর দিল্লীতে। প্রৌঢ়াকে ধর্ষণ করে খুনে অভিযোগ উঠল তাঁরই দোকানের এক কর্মচারীর বিরুদ্ধে।
শুক্রবার রাতে এই ঘটনাটি ঘেটেছে। শনিবার ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই অভিযুক্তকে গ্রেফতারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং জেরায় ধর্মরাজ নামের ওই যুবক নিজের দোষ স্বীকার করে নিয়েছে।
জানা গিয়েছে, দিল্লীর গুলাবি বাগের কাছে এক চায়ের দোকান চালাতেন বছর ৫৫ ওই বৃদ্ধা। শনিবার সকালে এক খরিদ্দার এসে তাঁর দোকান বন্ধ থাকায় নাম ধরে ডাকতে থাকে। সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় সে। এরপর পুলিশ এসে
ওই প্রৌঢ়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্ত ধর্মরাজ জানিয়েছে, অনেক বছর ধরেই বৃদ্ধার দোকানে কাজ করত সে।
শুক্রবার রাতে তাঁর কাজের টাকা পয়সা নিয়ে প্রচন্ড গোল বাঁধে। আর এরপরেই রাগ সামলাতে না পেরে বৃদ্ধাকে ধর্ষণ করে খুন করে। উল্লেখ্য়,বুধবার হায়দ্রবাদের ঘটনার মাত্র কয়েকদিন পরেই এই ঘটনার জেরে কার্যত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একইসঙ্গে এর আগেও রাজধানী শহরে এরকম নারকীয় ঘটনা ঘটেছে তাই বার বার কেন এমন হচ্ছে তা
নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠছে।





Made in India