বাংলাহান্ট ডেস্ক: ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ ভারত ছেড়ে গড়ে তুলছেন সম্পূর্ণ পৃথক এক দেশ। জানা গিয়েছে, সারা বিশ্বের হিন্দুরা যারা নিজেদের দেশে নিজেদের ধর্ম মানা থেকে বঞ্চিত তাদের নিয়ে এই নিয়ে নতুন দেশ গড়ে তুলছেন নিত্যানন্দ।
সম্প্রতি কৈলাশ নামে একটি ওয়েবসাইট প্রকাশ্যে আসে নেটদুনিয়ায়। সেখানেই বলা হয় নিজের এই পৃথক দেশের পতাকা, সংবিধান সবই তৈরি করে ফেলেছেন স্বঘোষিত গডম্যান। এমনকি সেই দেশের রয়েছে নিজেদের প্রধান মন্ত্রী সহ সম্পূর্ণ একটি মন্ত্রীসভা। ওয়েবসাইটে বলা হয় একটি ‘একনায়কতন্ত্র হিন্দু রাষ্ট্র’ গঠন করতে চলেছেন নিত্যানন্দ যে দেশের কোনও সীমানা থাকবে না।

ওয়েবসাইটে সেই দেশের পতাকা অর্থাৎ ‘ঋষভ ধ্বজা’-র ছবিও দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে খোদ নিত্যানন্দ ছাড়াও রয়েছেন নন্দী, মহাদেবের বাহন। এছাড়াও কৈলাশ গঠন করতে চলেছে শিক্ষা, অর্থনীতি পরিষদ সহ সম্পূর্ণ একটি সরকার।
২০১৮ সালের ২১ অক্টোবর গঠন করা হয় কৈলাশ ওয়েবসাইটটি। তবে নিত্যানন্দের এই রাষ্ট্রটির সঠিক অবস্থান কোথায় তা এখনও জানা সম্ভব হয়নি।





Made in India