বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে এবং দেশের বাইরেও ঝোড়ো ব্যাটিং করছে ‘পুষ্পা ২’। ১৫০০ কোটি ছাড়িয়ে এখনো অব্যাহত রয়েছে ছবির আয়। সর্বত্র প্রশংসিত হচ্ছে আল্লু অর্জুনের অভিনয়। তবে আরো একজনের কথা না বললেই নয়। তিনি রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)। পুষ্পা: দ্য রাইজ এর পর পুষ্পা: দ্য রুল এও তুখোড় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। তবে একটি গানের শুটিংয়ে অস্বস্তি নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী।
পুষ্পা ২ এর গান নিয়ে বিষ্ফোরক রশ্মিকা (Rashmika Mandanna)
প্রথম পার্টের মতো পুষ্পার দ্বিতীয় পার্টের গানগুলি নিয়েও শুরু হয়েছে চর্চা। তবে তেমন ভালো প্রতিক্রিয়া পায়নি পুষ্পা ২ এর গানগুলি। বিশেষ করে ‘পিলিংস’ গানটি নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। গানটির কোরিওগ্রাফিকে ‘অশ্লীল’ তকমা দিয়েছেন নেটিজেনদের একাংশ। এবার এই গানেরই শুটিংয়ের সময়কার অনুভূতি নিয়ে বিষ্ফোরক মন্তব্য করলেন রশ্মিকা (Rashmika Mandanna)।

কী জানালেন নায়িকা: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ছবি মুক্তির দিন কয়েক আগেই শুটিং হয়েছিল পিলিংস গানটির। পাঁচদিনেই সম্পূর্ণ গানটি শুট করা হয়েছিল। আর এই পুরো সময়টাই নাকি চূড়ান্ত অস্বস্তির মধ্যে ছিলেন রশ্মিকা (Rashmika Mandanna)। বিশেষ করে তাঁর অস্বস্তির কারণ ছিল, গানের নাচের কোরিওগ্রাফিতে বারবার ‘লিফটিং’।
আরো পড়ুন : বাংলাদেশের পর “টার্গেট” ভারত? আরাকান আর্মির মণিপুর সীমান্তে অনুপ্রবেশ ঘিরে বাড়ছে আশঙ্কা
অস্বস্তিতে পড়েছিলেন রশ্মিকা: অভিনেত্রী বলেন, কোলে ওঠা নিয়ে নাকি ফোবিয়া রয়েছে তাঁর। এদিকে গানটির কোরিওগ্রাফিতে একাধিক বার তাঁকে লিফট করেছেন আল্লু। রশ্মিকা (Rashmika Mandanna) বলেন, ‘বেশিরভাগ সময় মনে হচ্ছিল আল্লু অর্জুন স্যারের কোলেই নাচ করছি আমি। কোলে ওঠা নিয়ে ফোবিয়া রয়েছে আমার। আর এটা নিয়ে খুব অস্বস্তি হচ্ছিল আমার। আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে করব’।
আরো পড়ুন : দিলজিৎ তো কোন ছাড়, নিজের রেকর্ড নিজেই ভাঙলেন অরিজিৎ, সব সীমা ছাড়াল মুম্বই শোয়ের টিকিট মূল্য
তবে রশ্মিকা (Rashmika Mandanna) বলেন, গানটি ছবির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই পরিচালক এবং নায়ক আল্লু অর্জুনের উপরে ভরসা রেখেই গানটির শুট করতে রাজি হন তিনি। গানটির নেতিবাচক প্রতিক্রিয়া নিয়ে অবশ্য পেশাদার অভিনেত্রীর মতোই রশ্মিকা বলেন, এসব নিয়ে যদি তিনি বেশি ভাবেন তবে ‘টাইপকাস্ট’ হয়ে যাবেন। পরিচালকের থেকে প্রশংসা পাওয়ার দিকেই তাই মনোযোগ দেন তিনি।





Made in India