বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই ভাইরাল (viral) হয়েছিল বাদশার ‘গেন্দা ফুল’ (genda fool) এর এক নয়া ভার্সন। গেন্দা ফুলের তবলা ফোক মিক্সের একটি টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছিল। অপেক্ষা ছিল গোটা ভিডিওটি মুক্তি পাওয়ার।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। বাদশার সেই গেন্দা ফুলেই এবার যোগ দিয়েছেন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী ইমন এবং তবলায় রয়েছেন প্রখ্যাত তবলা বাদক বিক্রম ঘোষ। তবে সবথেকে বড় চমক, যা দেখার জন্য সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তিনি হলেন রতন কাহার। স্বরচিত গানে অবশেষে নিজেই কণ্ঠ দেওয়ার সুযোগ পেলেন তিনি।

গানের তালে সম্পূর্ণ বাঙালি বেশে কোমর দোলাতে দেখা গিয়েছে অভিনেত্রী দেবলীনা কুমারকেও।ভিডিওটি ইউটিউবে আপলোড হতেই ভাইরাল। ৩৪ হাজার লাইক ইতিমধ্যেই পড়ে গিয়েছে এই ভিডিওতে।
মুক্তির পর থেকেই বাদশার গেন্দা ফুল গানটি নিয়ে দুভাগে ভাগ হয়ে যান নেটজনতা। একাংশের মতে গানটি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। অপর অংশের বক্তব্য বাঙালির মানসিকতায় আঘাত হেনেছেন বাদশা।
এর আগে বিতর্ক নিয়ে বাদশা বলেছিলেন, ‘আমি ওই গানের রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি রতন কাহারের নাম। আমি জানি উনি একজন মহান শিল্পী। ওনার অর্থনৈতিক অবস্থার কথাও আমি জানি। আমি ওনাকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।’
তিনি আরও জানান, বড়লোকের বিটি লো গানটি নিয়ে তাঁর কোনও খারাপ অভিসন্ধি ছিল না। অনেকেই তাঁকে ‘চোর’ আখ্যা দিচ্ছেন। কিন্তু তিনি অন্য শিল্পীদের সম্মান করতে জানেন।
রতন কাহারের সঙ্গে দেখা করে তিনি তাঁকে আর্থিক সাহায্য করেন। এমনকি একসঙ্গে গান গাওয়ার কথাও বলেন। এবার সেই প্রতিশ্রুতিই পূরণ করলেন বাদশা।





Made in India