বাংলাহান্ট ডেস্ক : নয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) নাম। বহু ছবিতেই অভিনয়ের জাদু দেখিয়েছেন তিনি। দর্শকদের দিয়েছেন একঝাঁক সুপারহিট ছবি উপহার। আজও স্বমহিমায় তিনি বিরাজ করছেন বলিউডে (Bollywood)। বরাবরই তিনি থাকেন খবরের শিরোনামে।
তবে একটা সময় রবিনার ফিরিয়ে দেওয়া প্রস্তাবে কাজ করেই আজ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন মালাইকা অরোরা। ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানে লাস্যময়ী অভিনেত্রীকে দেখে ঝড় উঠেছিল বহু পুরুষের মনে। এই গানের কারণেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন মালাইকা। ‘আইটেম ডান্সার’ হিসেবেই সকলের কাছে পরিচয় পান তিনি।

যদিও এই গানের প্রস্তাব প্রথমে গেছিল রবিনার কাছে। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। টাইপ কাস্ট হয়ে যাওয়ার ভয়ে আইটেম গান করার রিস্ক নিতে চাননি জনপ্রিয় এই অভিনেত্রী। আইটেম ডান্সার হিসেবে তাঁর পরিচিতি হোক এমনটা মোটেই চাইতেন না রবিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই বিষয়ে জানান, ‘শহর কি লড়কি গানটা হিট হয়ে যাওয়ার পর আমার কাছে বহু আইটেম গানের অফার আসে। অনেকেই মনে করেছিলেন আমি হয়ত এটার জন্য প্রস্তুত। কিন্তু তেমনটা মোটেই ছিলনা। আর সে কারণেই ‘ছাইয়া ছাইয়া’ গানের প্রস্তাব ফিরিয়ে দি’।

আসলে অভিনেত্রী হিসেবেই বলিদুনিয়ায় রাজত্ব করতে চেয়েছিলেন তিনি। আইটেম ডান্সার হিসেবে তাঁর পরিচয় গড়ে উঠুক এটা মোটেই চাননি রবিনা। যদিও তাঁর আশঙ্কা মোটেই ভুল ছিলনা। এই গানে কাজ করার পরেই ‘আইটেম ডান্সার’ হিসেবে জনপ্রিয়তা পান মালাইকা। যদিও সরাসরি এই গানের প্রস্তাব পাননি তিনি। রবিনার পর এই প্রস্তাব গেছিল শিল্পা শিরোদকারের কাছে। তবে মোটা হওয়ার জেরেই এই গান থেকে বাদ পড়েন অভিনেত্রী। অবশেষে বেছে নেওয়া হয় মালাইকাকে।

আপাতত অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন শিপ্লা। তবে কাজ চালিয়ে যাচ্ছেন রবিনা। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে আরবাজ খানের ‘পাটনা শুক্লা’তে। এছাড়াও সঞ্জয় দত্তের সঙ্গে ‘গুরচডি’ ছবিতে স্ক্রিন শেয়ার করবেন এই অভিনেত্রী।





Made in India