বাংলাহান্ট ডেস্ক : বিগত বছরগুলিতে দেশের বেশ কয়েকটি ব্যাংক মার্জ করা হয়েছিল। একাধিক সরকারি ব্যাংক মিশে যায় অন্য ব্যাংকের সাথে। এই আবহে দেশে নতুন তিনটি ব্যাংক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে রিজার্ভ ব্যাংকের (RBI) পক্ষ থেকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে।
সেই শর্ত পূরণ হলেই মিলবে ব্যাংক লাইসেন্স। রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে যাদের এই শর্ত দেওয়া হয়েছে তারা ইতিমধ্যেই আর্থিক পরিষেবা প্রদান করে থাকে। স্মল ফিনান্স ব্যাংক হিসেবে এই প্রতিষ্ঠানগুলি পরিষেবা দিয়ে আসছে। এবার বড় সংগঠিত ব্যাংক হিসেবে সেগুলি পরিষেবা দিতে পারে। তবে তার আগে পূরণ করতে হবে রিজার্ভ ব্যাংকের সমস্ত শর্ত।
আরোও পড়ুন : বঙ্গবাসীর জন্য সুখবর! এই দুই নতুন রুটে বন্দে ভারত মেট্রো চলার ইঙ্গিত, প্রকাশ্যে এল নয়া রিপোর্ট
এই স্মল ফিন্যান্স ব্যাংকগুলিকে আবেদন পাঠানো হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। জানা যাচ্ছে সেই তালিকায় রয়েছে AU Small Finance Bank, Equitas Small Finance Bank, Ujjivan Small Finance Bank। এই প্রতিষ্ঠানগুলি স্মল ফিনান্স ব্যাংক হিসেবে পরিষেবা দিতে শুরু করে ২০১৯ সাল থেকে। সংগঠিত বড় ব্যাংক হিসেবে এই প্রতিষ্ঠানগুলি পরিষেবা দিতে চাইলে তাদের বেশ কিছু শর্ত পূরণ করতে হবে।

যেমন তাদের বাজার মূল্য এক হাজার কোটি টাকা হওয়া চাই। অন্যদিকে, ভারতের শেয়ার বাজারের অন্তর্ভুক্ত হতে হবে তাদের প্রতিষ্ঠানে শেয়ারকে। এছাড়া প্রতিষ্ঠানগুলির গত দুবছরের মুনাফা খতিয়ে দেখা হবে। গ্রস এনপিএ ৩ শতাংশের কম এবং নেট এনপিএ ১ শতাংশের কম থাকতে হবে। পাঁচ বছরের ভালো ট্র্যাক রেকর্ড থাকতে হবে প্রতিষ্ঠানগুলির।





Made in India