বাংলা হান্ট ডেস্ক: এমনিতে এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কত কিই না ভাইরাল হয়। সম্প্রতি তেমনই ভারতীয় নোট (Indian Money) নিয়ে একটি পোস্ট ব্যাপক ভাইরাল হয়েছে ভার্চুয়াল দুনিয়ায়। সব টাকার নোটেই (Indian Money) গান্ধীজী (Gandhiji) হাসেন কেন? রুল টানা খাতায় লাল কালিতে লেখা হয়েছে এই প্রশ্ন।
সব টাকার নোটেই (Indian Money) গান্ধীজী হাসেন কেন?
আর কাঁচা হাতের লেখায় তারই উত্তর লেখা হয়েছে নীল কালিতে। আর সেই উত্তরের বহর দেখে হাসির রোল উঠেছে নেট পাড়ায়। নীল কালিতে লেখা বুদ্ধিদীপ্ত সেই প্রশ্নের উত্তর এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঠিক কি লেখা হয়েছে উত্তরে?
সব টাকার নোটে গান্ধীজীর হাসার কারণ জানতে চাওয়া হলে জবাবে লেখা হয়েছে,’কারণ কাঁদলে নোট ভিজে যাবে’। প্রশ্নের এমন উত্তর পেয়ে বেজায় খুশি হয়েছেন প্রশ্নকর্তাও। তাই নীল কালিতে লেখা এই উত্তরের দারাজ প্রশংসা করেছেন তিনি। তাই পাশে ইংরেজিতে গোটা গোটা অক্ষরে ‘ভেরি গুড’ লিখে মন্তব্য করেছেন তিনি।
আরও পড়ুন: আর দেরি নয়, জলের দামে কিনুন সোনা! কলকাতায় কত দাম জানেন?
সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে এই খাতারই একটি ভিডিও। এমন বুদ্ধিদীপ্ত জবাব দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরাও। তবে এখানে বলে রাখি এই খাতার পাতাটি কিন্তু কোনো স্কুল বা পরীক্ষার নয়।
View this post on Instagram
কারণ ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সেখানকার সমস্ত পোস্টে দেখা যাচ্ছে এমন রুল টানা খাতার ওপর লাল আর নীল কালিতে প্রশ্ন -উত্তরের কায়দায় অনেক লেখা রয়েছে।তাই প্রথমে একঝলক দেখে এটি স্কুলের কোন শিশুর খাতা বলে মনে করা হলেও বাস্তবে কিন্তু তা নয়।





Made in India