বাংলাহান্ট ডেস্ক : কাজের সুযোগ কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থায়। এই মর্মে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (বিআইএস) (Bureau of Indian Standards)। নিযুক্তদের পোস্টিং হবে দেশের পূর্বাঞ্চলে সাতটি আঞ্চলিক কার্যালয়ে।
ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে (বিআইএস) (Bureau of Indian Standards) কর্মী নিয়োগ (Recruitment)
ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। কেন্দ্রীয় এই সংস্থা নিয়োগ (Recruitment) করবে কনসালট্যান্ট বা পরামর্শদাতা পদে। গোটা দেশে মোট ১৪ জনকে এই পদে নিয়োগ করা হবে। কলকাতা ব্রাঞ্চ অফিসে ১, কলকাতা ব্রাঞ্চ অফিসে ২, জামশেদপুর, গুয়াহাটি, ভুবনেশ্বর, রায়পুর এবং পটনার ব্রাঞ্চ অফিসে ২ জন করে নিয়োগ করা হবে।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! কাজের সুযোগ দিচ্ছে SAI, দেখুন কোন পদে আবেদন করতে পারবেন
চুক্তির ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য এই নিয়োগ করা হবে। আবেদনকারীদের ক্ষেত্রে বয়ঃসীমার উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কর্মীদের মাসিক ৫০ হাজার টাকা বেতন দেওয়া হবে।মার্কেটিং-এ এমবিএ বা মাস কমিউনিকেশনে সমতুল ডিগ্রি বা সোশ্যাল ওয়ার্কে মাস্টার্স (এমএসডব্লিউ) ডিগ্রি থাকলে এই পদে আবেদন জানানো যাবে।
আরোও পড়ুন : আর দরকার নেই ATM কার্ডের! এমনিই হাতে আসবে টাকা; জাস্ট মোবাইলে “OK” লিখলেই হবে ম্যাজিক
এছাড়াও কেন্দ্রীয় সরকারি / রাজ্য সরকারি / রাষ্ট্রায়ত্ত / স্বশাসিত সংস্থায় মার্কেটিং এবং মাস কমিউনিকেশন সংক্রান্ত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষায় কথোপকথন এবং লেখালিখির দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে।

আবেদন জানানোর জন্য নির্দিষ্ট গুগল ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। আবেদন জানানো যাবে ১২ই আগস্ট পর্যন্ত। আগামী ২০ থেকে ২২ অগস্টের মধ্যে ইন্টারভিউয়ের (Interview) জন্য ডাকা হবে স্থানীয় ব্রাঞ্চ অফিসে। ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।





Made in India