বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে চর্চার শিরোনামে বাংলার নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। SSC-তে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত সপ্তাহেই শিক্ষা দফতরের প্রাক্তন প্রধান সচিব মণীশ জৈনকে (Manish Jain) তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ৭ দিনের ব্যবধানে ফের মণীশ জৈনকে তলব।
সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী শুক্রবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় অনেক নথির বর্তমানে কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সিবিআই এর আশঙ্কা মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করে সেই সমস্ত নিখোঁজ নথির হদিস মিলতে পারে।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির তদন্তের ভিত্তিতে একসময় এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছিল। সেই সূত্র ধরেই গত সপ্তাহে শিক্ষা সচিবকে ডেকে পাঠানো হয়েছিল। সেই সময় টানা ছ’ঘণ্টা তাকে জেরা করা হয়। তার ঠিক এক সপ্তাহের ব্যবধানে ডাক পড়লো। আগামী ২৩ জুন তাকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে শিক্ষা সচিবের স্বাক্ষর পাওয়া গিয়েছিল। সে জিজ্ঞাসাবাদ করতে পূর্বে মণীশবাবুকে ডাকা হয়েছিল। জানিয়ে রাখি পূর্বে উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান এবং অন্য সদস্যদেরও জেরা করেছে সিবিআই।
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছিল শিক্ষাসচিব মণীশ জৈনকে।
তবে সিবিআই সূত্রে খবর, মণীশ জৈনকে জেরা করে পাওয়া তথ্যে খুশি নন তদন্তকারীরা। তাই তাকে ফের তলব করা হয়েছে।





Made in India