বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় গত বছর জুলাই মাস থেকে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। মঙ্গলবার এই মামলায় আলিপুরে বিশেষ ইডি আদালতে ভার্চুয়ালি পেশ করা হয়েছিল পার্থ, অর্পিতাকে। ওদিকে সশরীরে হাজির করানো হয়েছি ধৃত অয়ন শীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের। তবে কেউই এদিন জামিনের আবেদন করে নি।
পাঁচজনকেই ফের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। আপাতত লম্বা সময়ের জন্য তারা গারদবন্দি। অর্থাৎ বড়দিন, নিউইয়ার তো বটেই পাশাপাশি ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজোটাও জেলে বসেই কাটাতে হবে পার্থ-অর্পিতাদের। আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিনই পড়েছে সরস্বতী পুজো। তবে সেই বিশেষ দিনটিও জেলেই কাটবে দুজনার।
এদিকে জেলে অসুস্থ হয়ে পড়েছেন অর্পিতা। বহুদিন তার চিকিৎসা চলছে জেলে তবে তাতেও লাভ হচ্ছেনা বলে মঙ্গলবার আদালতে জানান অর্পিতা। অর্পিতার আইনজীবী আদালতে দাবি করেন, পুরোপুরি সুস্থ হতে তার মক্কেলের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন: সাথেই রাখুন ছাতা! আজ আরও বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গের ১০ জেলায়: আবহাওয়ার খবর
অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য আদালতে জানান, চিকিৎসার জন্য তার মক্কেল অর্পিতাকে কোনও ভাল বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। বেসরকারি না হলে সেটা কম্যান্ড হাসপাতালও হতে পারে। সেখানেও চিকিৎসা করালেও তাদের আপত্তি নেই।

বিচারক অর্পিতার জেলে চিকিৎসার নথিপত্র দেখে বুঝতে পারেন অর্পিতার এক্স-রে এবং স্ক্যানের প্রয়োজনীয়তা রয়েছে৷ এরপরেই বিষয়টি নিয়ে জেল কর্তৃপক্ষের আগামী সপ্তাহের মধ্যেই সেই পরীক্ষা করানোর নির্দেশ দেন। আদালতে অর্পিতার সুচিকিৎসা আবেদন করেন তার আইনজীবী। এই প্রেক্ষিতেই জেল কর্তৃপক্ষকে তাদের দায়িত্বের কথা মনে করান বিচারক। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ও এদিন নিজের অসুস্থতার কথা জানান আদালতে। দুজনের যাতে দ্রুত সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দিয়েছে আদালত।





Made in India