বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ থেকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে শোরগোল রাজ্যে। শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সহ আরও অনেকে। এবারে ২০২৪ এর শেষে এসে একে একে মিলছে জামিন। আগেই জামিনে মুক্ত হয়েছেন মানিক ভট্টাচার্য, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ সহ আরও অনেকে। ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন পেলেন মেসার্স বসু রায় অ্যান্ড কো-এর কর্মী পার্থ সেন (Partha Sen)।
নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম ছিল এই পার্থ সেনের। সমন পাঠানো হয়েছিল তাকে। সেই মামলাতেই ১ হাজার টাকার বন্ডে ১জন জামিনদারের উপস্থিতিতে জামিন পান তিনি। বিচারক শুভেন্দু সাহার নির্দেশে মেলে জামিন। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন তিনি। এভারে জামিন পেয়েও কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ পার্থ সেন।
এদিন পার্থর আইনজীবী আদালতে বলেন, সিবিআই মামলায় ৪২৮ দিন ধরে বন্দি ছিলেন তিনি। এই মামলায় আগেই তাপস মণ্ডল এবং কৌশিক মাঝির জামিন হয়েছে। প্রথম চার্জশিটের কগনিজেন্স এখনও নেওয়া হয়নি বলে পার্থর জামিনের আবেদন করা হয়। সেই মামলা ওঠে নিম্ন আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। সেখানেও সিবিআইয়ের প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মেলে পার্থর। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং ১০ হাজার টাকার বন্ডে ২জন জামিনদারের উপস্থিতিতে শর্তসাপেক্ষ জামিন হয় পার্থর।

আরও পড়ুন: আবাসে টাকা দিয়েছে রাজ্য! ‘কাটমানি’ চাইলেই কড়া অ্যাকশন! নেতা-কর্মীদের ‘সতর্ক’ করল তৃণমূল
নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর অক্টোবর মাসের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র (OMR Sheet) মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল এই এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি।





Made in India