বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Recruitment Scam) এখন চর্চায় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna Saha)। বহু টালবাহানা ও টানা ৬৫ ঘণ্টা জেরার পর বর্তমানে শাসকদলের এই বিধায়ক এখন সিবিআই (CBI) হেফাজতে। গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। জীবনের গ্রেফতারির পরই ছেলে নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তার বাবা বিশ্বনাথ সাহা। আর এবার ছেলে প্রসঙ্গে কথা বললেন বিধায়কের মা।
ছেলে গ্রেফতার হতেই কান্নায় ভেঙে পড়েছেন বিধায়কের মা বেরারানি সাহা। কাঁদো-কাঁদো কণ্ঠেই সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘এই ঘটনা জেনে আমার দুঃখ লাগছে। ছেলে যাতে ভালো থাকে সেটা চাই। ছেলে আমায় মাসে মাসে টাকা পাঠাত। আমি সেই টাকায় কেনাকাটা করতাম। ছেলে আমায় একমাস আগেও টাকা পাঠিয়েছে। একমাস আগেও দেখা করতে এসেছিল, সেই সময় পুরী যাওয়া নিয়ে কথা হয়। ”
এরপর স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “ওর বাবা আমায় মারধর করে তাড়িয়ে দিয়েছিল। আমার কোলের তিন মাসের মেয়েকে কেড়ে নিয়েছে। ছেলে তখন সাত বছর বয়স। ছেলে বড় হয়ে আসা যাওয়া করে। বাবা ওদের দেখে না। কিছুই করল না। আমার ছেলে যাতে ভালো থাকে সেটাই চাইছি। আমার ছেলে অনেক কষ্টে না খেয়ে মানুষ হয়েছে। কারোর ভালোবাসা পায়নি। বাবার ভালোবাসা পায়নি।”
প্রসঙ্গত, বাবার কাছে চক্ষুশূল হলেও মায়ের চোখে আদর্শ ছেলে জীবনকৃষ্ণ। ছেলে নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “অনেক কষ্ট করে জীবন বড় হয়েছে। কষ্ট কী জিনিস সে তা বোঝে। তাই আমি বিশ্বাস করি ও কখনও কারো কষ্টের কারণ হতে পারে না।’

প্রসঙ্গত, বিধায়ক গ্রেফতার হওয়ার পরই তার বাবা সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি ‘আমার এমনই ছেলে, যে নিজের বাপের কাছেও ঘুষ চাইত!’ এছাড়াও নানান অভিযোগ করেন জীবনের বিরুদ্ধে। তবে মায়ের কাছে বিধায়ক যে একেবারে সোনার টুকরো ছেলে তা বেরারানিদেবীর কথাতেই জলের মতো স্পষ্ট।





Made in India