বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শাকসব্জির দর নিয়ে স্বস্তিতে রয়েছেন আমজনতা। শীত শুরু হবার পর থেকেই শীতের মরশুমি সব্জি (Seasonal Vegetables) ছেড়ে গিয়েছিল বাজারে। ফলে, স্বাভাবিকভাবেই শাকসব্জি বেশ সস্তাতেই পাওয়া যাচ্ছিল। জলের দরে মিলছে শীতকালীন নানা সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, মুলো আরোও কত কী। একই সঙ্গে আলু, পেঁপে, টমেটো, বেগুনের মতো সব্জিও বেশ সস্তায় ছিল।
তবে শুধুমাত্র শাকসব্জি নয়, এবার ডিম (Egg) কেনার ক্ষেত্রেও খুব একটা বেশি বেগ পেতে হবে না আমজনতাকে। যদিও জানুয়ারি মাসে ডিমের জোড়া ১৫ টাকা করে বিক্রি হলেও ফেব্রুয়ারি মাসে পাল্টে গিয়েছে সেই ছবি। দাম কমেছে মানুষের রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ডিমের। ফেব্রুয়ারিতে ডিমের জোড়া বিক্রি হচ্ছে ১০-১১ টাকা দরে।
তবে, ডিমের দাম কমলেও হাতে ছ্যাঁকা লাগাচ্ছে মাছের (Fish) দাম। রুই মাছ ছাড়া অন্য সব বড় মাছেরই দাম ২০০ টাকার উপরে। ছোট মাছের মধ্যে মৌরলা, ছোট ট্যাংরার দাম অবশ্য বেশ কিছুটা কম। কেবলমাত্র পোনা, লাইলনটিকার মতো মাছগুলো স্বস্তি ফেরাচ্ছে আমজনতার মনে। কিন্তু কাতলার দাম শুরুই হচ্ছে কেজি প্রতি ৪০০ টাকা থেকে। অন্যদিকে, ভোলা মাছ কিনতে হলে গুণতে হবে প্রায় ৩০০ টাকা। বাগদা চিংড়ির দাম প্রতি কেজিতে ৩০০ টাকা।

অন্যদিকে, বেশ খানিকটা উর্দ্ধমুখী মাংসের দাম। ফলে, জমিয়ে মাংস খাওয়ার আগেও দুবার ভাবতে হচ্ছে আমজনতাকে। বিশেষ করে মাটনের (Mutton) দাম রয়েছে অত্যন্ত চড়া। মাটনের কেজি প্রতি দাম রয়েছে ৭০০-৭৫০ টাকা পর্যন্ত। চিকেন (Chicken) কিনতে গেলে আপনাকে তাও গুণতে হবে কেজি প্রতি ১৯০ টাকা দরে। গোটা মুরগি বিকোচ্ছে ১৩০-১৩৫ টাকা প্রতি কেজি।





Made in India