বাংলাহান্ট ডেস্ক : দিল্লি (Delhi) বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ১০ দিন পরেই ঘোষণা হল মুখ্যমন্ত্রীর নাম। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা। বুধবার বিজেপির বিধায়ক দলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার রামলীলা ময়দানে দিল্লির (Delhi) নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। সেখানে রেখার সঙ্গে শপথগ্রহণ করবেন রাজ্য মন্ত্রিসভার বাকি সদস্যরাও।
দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রেখা গুপ্তা
এবারের নির্বাচনে শালিমারবাগ আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন রেখা। আপ প্রার্থী বন্দনা কুমারীকে ৩০ হাজার ভোটে পরাজিত করেন তিনি। আগেই জানা গিয়েছিল, যে বিধায়ককে দিল্লির (Delhi) আগামী মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে, তিনি অন্য বিধায়কদের সঙ্গে নিয়ে লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন। সরকার গঠনের জন্য অনুমতি চাইবেন তিনি।

কে এই রেখা গুপ্তা: রেখা গুপ্তার জন্ম হরিয়ানায়। পরবর্তীতে সপরিবারে দিল্লিতে (Delhi) চলে আসেন তাঁরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তিনি। তাঁর কলেজ জীবন থেকেই রাজনৈতিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। ABVP-র সঙ্গে যুক্ত ছিলেন তিনি। দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদেও নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিন বার দিল্লি (Delhi) মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর হয়েছিলেন রেখা গুপ্তা।
আরও পড়ুন : সিরিয়ালের সেটে “শারীরিক এবং মানসিক অত্যাচার”! গুরুতর অভিযোগ জি বাংলার নায়িকার
দু দশক পরে ক্ষমতায় বিজেপি: এবারের দিল্লি (Delhi) নির্বাচনের দিকে নজর ছিল গোটা দেশের। দীর্ঘ ২৭ বছর পর রাজধানীতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০ টি আসনের মধ্যে ৪৮ টি আসনেই জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। বাকি ২২ টি আসনে জিতেছে আপ। কংগ্রেস একটি আসনও দখলে রাখতে পারেনি।
আরও পড়ুন : TRP-র রেষারেষি নেই, জনপ্রিয় সিরিয়ালে এন্ট্রি জি বাংলার প্রিয় নায়িকার
আগামীকাল ২০ শে ফেব্রুয়ারি দিল্লির (Delhi) রামলীলা ময়দানে আয়োজিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এই উপলক্ষে রাজনৈতিক, বিনোদন জগতের তাবড় তারকাদের থাকার সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিনোদুনিয়ার হেমা মালিনী, অক্ষয় কুমার, বিবেক ওবেরয়ের মতো তারকারাও উপস্থিত থাকতে পারেন বলে খবর।





Made in India