বাংলাহান্ট ডেস্ক: রহস্যের অপর নাম (Rekha)। এই বয়সেও যেভাবে নিজেকে সযত্নে রহস্যের চাদরে মুড়ে রেখেছেন তা সত্যিই অবাক করে দেওয়ার মতও। তবে ইদানিং রেখাকে ঘিরে কিছু নতুন গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছে। এমনও খবর ছড়িয়েছে, অভিনেত্রী নাকি সমকামী! আপন সহকারী ফরজানার সঙ্গেই নাকি গোপন সম্পর্কে লিপ্ত তিনি।
রেখার জীবনী থেকেই ফাঁস হয়েছে যাবতীয় তথ্য। কিন্তু সত্যিই কি এমন কিছু ছিল? ১৯৯০ সালে দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হয় রেখার। কিন্তু এখানেও সুখ তাঁর কপালে লেখা ছিল না। বিয়ের মাত্র সাত মাস পরেই কোনো এক অজানা কারণবশত আত্মহত্যা করেন তাঁর স্বামী। যদিও গুঞ্জন বলে, ব্যক্তিগত সেক্রেটারি ফরজানার সঙ্গে স্ত্রীর গোপন সম্পর্কের কথা জানতে পেরেই নিজের জীবন শেষ করে দেন মুকেশ।

এই ঘটনার পর সবার কাছে খলনায়িকা হয়ে উঠেছিলেন রেখা। তাঁকে নিয়ে রটত নানান সব রটনা। এর মধ্যেই এক সাক্ষাৎকারে এসে নতুন করে বোমা ফাটিয়েছিলেন অভিনেত্রী। স্বামীর মৃত্যুর পরপরই নতুন করে বিয়ে নিয়ে সওয়াল করেছিলেন তিনি।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি আবার বিয়ে করবেন? উত্তরে রেখা পালটা প্রশ্ন করেছিলেন, আবার বিয়ে মানে একজন পুরুষকে? সাংবাদিক বলে উঠেছিলেন, কোনো মহিলাকে নিশ্চয়ই নয়। সঙ্গে সঙ্গে রেখা বলে ওঠেন, ‘নয় কেন? নিজের মনে আমি নিজের সঙ্গে, পেশার সঙ্গে আর প্রিয় মানুষদের সঙ্গে অনেকদিন আগেই বিয়ে করে নিয়েছি’।
উল্লেখ্য, অভিনেতা বিনোদ মেহরার সঙ্গেও বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল রেখার। আপন সেক্রেটারির সঙ্গেই নাকি লিভ ইন রিলেশনশিপে রয়েছেন তিনি। তাঁর জীবনের রাশ ধরা রয়েছে ফরজানার হাতে। রেখার জীবনের সবটুকু জানেন তিনি। ফরজানাই চালনা করেন তাঁর জীবনের প্রতিটা মুহূর্ত। এমনকি এও শোনা যায়, রেখার বেডরুমে নাকি ফরজানা ছাড়া আর কারোরই ঢোকার অনুমতি নেই। এমনকি ব্যক্তিগত পরিচারকেরও না!





Made in India