বাংলা হান্ট ডেস্ক : অবশেষে প্রেমিকার মাথায় উঠল সিঁদুর।কত সম্পর্ক শুধু একটু পাশে থাকা আর একটু প্রতিশ্রুতির অভাবে শেষ হয়ে যাচ্ছে।সেই সময় দাঁড়িয়ে বিগত ৮ বছরের সম্পর্কের প্রেম ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রেমিকার বাড়ির সমানে ধর্ণায় বসেছিল প্রেমিক।বাড়িতে আগন্তুকদের ভিড় দেখে অসুস্থ হয় প্রেমিকার মা। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল।
জলপাইগুড়ির ধূপগুড়ির অনন্ত ধর্ণায় রবিবার থেকে। ধর্ণা মঞ্চে ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছিল কলেজ পড়ুয়াদের।গান লিখতে গিয়ে কেউ লিখেছিলেন, ‘ফিরিয়ে দাও, আমার এ প্রেম তুমি ফিরিয়ে দাও’। এবার সেই আবদারেই জলপাইগুড়ির ধূপগুড়িতে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় ছিল প্রেমিক অনন্ত।

অবশেষে প্রেমিক অনন্ত সাফল্য পেল প্রেমিকার প্রতিশ্রুতিতে। জিতে গেল আজ প্রেমিকের অমলিন ভালোবাসা। তার প্রেমিকা বিয়ের প্রস্তাবে অবশেষে রাজি হল। এবং সিঁদুর পরিয়ে বিয়ে করল অনড় প্রেমিক।এভাবে বেঁচে থাকুক ভালো থাকুক ভালোবাসা একান্ত কাম্য।





Made in India