বাংলাহান্ট ডেস্ক : ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত মালায়ালম অভিনেত্রী রঞ্জুসা মেনন। জনপ্রিয় এই অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে সোমবার। আজ তিরুবনন্তপুরমে রঞ্জুসার নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয় মৃতদেহ। রঞ্জুসা মালায়ালম বিনোদন জগতে অত্যন্ত পরিচিত একটি নাম।
৩৫ বছর বয়সী এই অভিনেত্রী কাজ করেছেন বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক ও চলচ্চিত্রে। অভিনেত্রী বর্তমানে ‘আনন্দরাগম’ -এ মুখ্য ভূমিকায় অভিনয় করছিলেন। এছাড়াও এই অভিনেত্রী বেশ জনপ্রিয়তা লাভ করেন মিসেস হিটলাট, এন্টে মাথাভু-র মতো শোয়ে। বিখ্যাত এই অভিনেত্রী অংশগ্রহণ করেছিলেন ‘সেলিব্রিটি কিচেন ম্যাজিক’ নামক রিয়্যালিটি শোয়েও।
আরোও পড়ুন : দুর্দান্ত উদ্যোগ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের! উৎক্ষেপিত হবে নিজস্ব স্যাটেলাইট, কী কাজ করবে এই উপগ্রহ ?
‘সিটি অফ গড’, ‘মেরিক্কুনদরু কুনজাদু’ ছবিগুলিতে তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। রঞ্জুশ্রী ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশন সঞ্চালিকা হিসেবে। এরপর ধীরে ধীরে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ৩৫ বছরের জীবনে তিনি বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আজ নিজের ফ্ল্যাট থেকে এই জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
আরোও পড়ুন : মোবাইল থেকে মেকআপ, খেলনা থেকে রান্না’র সবকিছুই মিলবে দুর্দান্ত ছাড়ে! বিশেষ অফার Flipkart’র
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না এলে কিছু বলা সম্ভব নয়। তবে প্রাথমিকভাবে অনুমান জনপ্রিয় এই অভিনেত্রী আত্মঘাতী হয়েছেন। অভিনেত্রীর ফ্ল্যাট থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়ে কোনও খবর সামনে আসেনি।

লাইন প্রোডিউসার হিসেবেও এই অভিনেত্রী বেশকিছু সিরিয়ালে নিজের অবদান রেখেছেন। সূত্রের খবর সম্প্রতি রঞ্জুশ্রী আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আর্থিক সমস্যার কারণে কি অবসাদে ভুগছিলেন তিনি? দেহ উদ্ধারের পর এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। বলা বাহুল্য, তোলপাড় শুরু হয়েছে ঘটনাস্থলে।





Made in India