বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank of India) গত শুক্রবার একটি বড় ঘোষণা করেছে। যেখানে রেপো রেট ফের ০.৫০ শতাংশ কমানো হয়েছে। এরপর, ব্যাঙ্কগুলি এখন তাদের গ্রাহকদের স্বস্তি দিতে শুরু করেছে। ইতিমধ্যেই, পাবলিক সেক্টর ব্যাঙ্ক PNB ঋণের সুদের হার ০.৫০ শতাংশ হ্রাস ঘোষণা করেছে। এটি ব্যাঙ্কের বর্তমান এবং নতুন গ্রাহকদের জন্য বড় স্বস্তি এনে দেবে।
RBI (Reserve Bank of India)-র সিদ্ধান্তের পর বড় পদক্ষেপ PNB-র:
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “এক্স”-এ পোস্ট করে PNB জানিয়েছে যে, “আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য একটি সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনার EMI আরও সাশ্রয়ী করে তুলেছে। রেপো রেট (৬.০০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ) হ্রাসের পর, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী ৯ জুন, ২০২৫ থেকে কার্যকর, RLLR (রেপো লিঙ্কড লেন্ডিং রেট) ০.৫০ শতাংশ হ্রাস করেছে।এদিকে, রিভাইজড বেঞ্চমার্ক লেন্ডিং রেট (RBLR) হ্রাসের সাথে সাথে, ব্যাঙ্কের হোম লোন বার্ষিক ৭.৪৫ শতাংশ থেকে শুরু হবে এবং কার লোন বার্ষিক ৭.৯ শতাংশ থেকে শুরু হবে।
Great News for Our Valued Customers!
Punjab National Bank Makes Your EMIs More Affordable!Following the repo rate cut (6.00% ➝ 5.50%), Punjab National Bank has reduced its RLLR by 50 bps, effective from June 09, 2025.
New Lower Interest Rates:
Home Loans from 7.45% p.a.… pic.twitter.com/3sj54vSVUD— Punjab National Bank (@pnbindia) June 6, 2025
ফেব্রুয়ারি থেকে মোট ১ শতাংশ হ্রাস: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, RBI (Reserve Bank of India)-র মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ০.৫ শতাংশ কমিয়ে ৫.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট মোট ১ শতাংশ হ্রাস করেছে। সাম্প্রতিক হ্রাসের পর, রেপো রেট গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।
আরও পড়ুন: “এপস্টিন ফাইলে আছে ট্রাম্পের নাম”, বিতর্কিত পোস্ট করে মুছলেন মাস্ক! কী জানালেন মার্কিন প্রেসিডেন্ট?
অর্থনৈতিক বৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব প্রত্যাশিত: এর পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গভর্নর সঞ্জয় মালহোত্রা আশা প্রকাশ করেছেন যে, সুদের হার হ্রাস অর্থনৈতিক বৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তিনি বলেছেন যে এর প্রভাব ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয়ার্ধে দেখা যাবে।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় নয়া মোড়! একইসাথে পদত্যাগ করলেন KSCA-র সচিব এবং কোষাধ্যক্ষ
RBI (Reserve Bank of India) গভর্নর আরও বলেছেন যে, এবার মূল নীতিগত হার হ্রাসকে গ্রাহক সেবায় রূপান্তর করার বিষয়টি আগের প্রবণতাগুলির তুলনায় অনেক দ্রুত হবে। অন্যদিকে, মুদ্রাস্ফীতি সম্পর্কে সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন যে, এটা মেনে নেওয়া যেতে পারে যে RBI মুদ্রাবৃদ্ধির বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়লাভ করেছে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: