বাংলা হান্ট ডেস্কঃ ভারতের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী Paytm-র দিন ভাল যাচ্ছে না। শেয়ার বাজারে তালিকাভুক্তির পর থেকে এই কোম্পানির শেয়ার দর কমার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এরফলে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এরই মধ্যে শুক্রবার সংস্থাকে আরও একটি বড় ধাক্কা দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উল্লেখ্য, RBI Paytm পেমেন্ট ব্যাঙ্ককে নতুন গ্রাহক যোগ করা থেকে নিষিদ্ধ করেছে।
এর পাশাপাশি RBI পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের আইটি অডিটেরও নির্দেশ দিয়েছে। আপনাদের বলে দিই যে, আইটি অডিট মানে হল, কোম্পানির আইটি পরিকাঠামো অর্থাৎ সফটওয়্যার কত গ্রাহকের বোঝা বহন করতে সক্ষম, এতে কী কী ত্রুটি রয়েছে এবং কেন সেই ত্রুটিগুলো হচ্ছে। এসব খতিয়ে দেখা হবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি বিবৃতিতে বলা হয়েছে যে, পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে এখন নতুন গ্রাহক যোগ করতে প্রথমে আরবিআই-এর অনুমতি নিতে হবে। এতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি অডিট রিপোর্ট পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক তা পর্যালোচনা করবে এবং রিভিউ করার পরই Paytm পেমেন্ট ব্যাঙ্ক নতুন গ্রাহক যোগ করতে পারবে।

Paytm-র শেয়ারে ফের পতন দেখা দিয়েছে। তবে আজ এই পতন খুবই কম। আজ Paytm মাত্র এক টাকার পতন দেখেছে। এরপর Paytm-র শেয়ার ৭৭৪.৮০ টাকায় নেমে এসেছে। এই বছর, Paytm-র শেয়ার ৪২ শতাংশেরও বেশি কমেছে। যেখানে এক মাসে কোম্পানিটির শেয়ার কমেছে ১০ শতাংশেরও বেশি।





Made in India