বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এবং টাটা ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ইকোসিস্টেমে ভারতের (India) স্বনির্ভরতা আরও বাড়ানোর লক্ষ্যে একটি মৌ স্বাক্ষর করেছে। এই চুক্তিটি সরকারের দেশীয় সলিউশন ডেভেলপের দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ এবং উভয় কোম্পানির জন্যই এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।
ভারতে (India) সেমিকন্ডাক্টর সেক্টরে হতে চলেছে বিপ্লব:
গত ৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার মুম্বাইয়ে টাটা গ্রুপের সদর দপ্তরে BEL-এর চেয়ারম্যান মনোজ জৈন এবং টাটা ইলেকট্রনিক্সের সিইও ডঃ রণধীর ঠাকুর আনুষ্ঠানিকভাবে এই মৌ স্বাক্ষর করেন। এই চুক্তি রাষ্ট্রায়ত্ত সংস্থা BEL এবং টাটা গ্রুপের একটি গ্রিনফিল্ড ব্যবসা, টাটা ইলেকট্রনিক্সের মধ্যে সহযোগিতা, সেমিকন্ডাক্টর উৎপাদন, আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট (OSAT) ও ডিজাইন পরিষেবার সুযোগ অন্বেষণের ওপর দৃষ্টিনিক্ষেপ করবে।

জানিয়ে রাখি যে, টাটা ইলেকট্রনিক্স এমন সলিউশন প্রদানের জন্য প্রস্তুত যা BEL-এর বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনীয়তা পূরণ করবে। যার মধ্যে রয়েছে মাইক্রোকন্ট্রোলার (MCU), সিস্টেম-অন-চিপ (SOC) এবং মনোলিথিক মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিট (MMIC)। উভয় প্রতিষ্ঠানই সর্বোত্তম ম্যানুফ্যাকচারিং সলিউশনের জন্য তাদের দক্ষতা কাজে লাগানোর লক্ষ্য নিয়েছে।
আরও পড়ুন: রোহিত-বিরাটের অবসরের জের? ইংল্যান্ডে এই প্রথম টিম ইন্ডিয়ার সাথে যা ঘটল….অবাক খেলোয়াড়রাও
ভারতের ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর সেক্টর আরও উৎসাহিত হবে: উল্লেখ্য যে, এই নতুন চুক্তি ভারতের (India) ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর ক্ষমতায় স্বনির্ভরতা নিশ্চিত করার দিকে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশীয় প্রযুক্তির বিকাশের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে, BEL এবং টাটা ইলেক্ট্রনিক্স দেশীয় বাজারে বিপ্লব আনতে প্রস্তুত।
আরও পড়ুন: নিজের ভুলেই মাথায় হাত গুকেশের! নরওয়েতে সপ্তমবারের মতো শিরোপা জিতলেন কার্লসেন
শুধু তাই নয়, এই চুক্তি শিল্পে উদ্ভাবন এবং উৎকর্ষতা প্রচারের প্রতিশ্রুতিরও ইঙ্গিত দেয়। যা দেশে (India) অর্থনৈতিক বৃদ্ধি সহ এবং প্রযুক্তিগত উন্নয়নের পথ প্রশস্ত করবে। এদিকে, গত শুক্রবার বাজার খোলার পর এই ঘোষণা করা হয়। শুক্রবার BEL-এর শেয়ারের দাম ০.৭৬ শতাংশ কমে ৩৯০.৭০ টাকায় বন্ধ হয়।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India