বাংলাহান্ট ডেস্ক: বিনোদন দুনিয়ায় বিশেষ করে ছোটপর্দায় দর্শক হল লক্ষ্মী। মানুষের পছন্দের উপরে নির্ভর করেই সিরিয়ালের (Serial) গল্প লেখা হয়। কোনো সিরিয়ালের টিআরপি না আসা মানে দর্শক সেই সিরিয়াল পছন্দ করছে না। তখন তড়িঘড়ি সেই ধারাবাহিক বন্ধ করে আনা হয় নতুন গল্প। ধারাবাহিকের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে অভিনেতা অভিনেত্রীরাও।
কয়েকজন অভিনেতার নতুন সিরিয়ালে কামব্যাকের কথা যেমন হচ্ছে, অনেকের আবার দীর্ঘদিন হয়ে গেলেও ক্যামেরার সামনে ফেরার কোনো নাম নেই। এই তালিকাতেই রয়েছেন রেজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh)। ‘সাঁঝের বাতি’ খ্যাত অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল ‘নবাব নন্দিনী’তে। টিআরপির অভাবে মাঝপথেই সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার পর আর নতুন কোনো প্রোজেক্টের ঘোষণা করেননি তিনি। এর মাঝেই খবর পাওয়া গেল, টলিউড ছেড়ে দিচ্ছেন রেজওয়ান!

‘সাঁঝের বাতি’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন রেজওয়ান। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল দেবচন্দ্রিমা সিংহ রায়কে। দুজনের মধ্যে প্রেমের গুঞ্জনও উড়ান দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তাঁদের বিচ্ছেদের খবর। উপরন্তু নতুন কোনো সিরিয়ালেই রেজওয়ানকে দেখা না যাওয়ায় মুষড়ে পড়েছিলেন তাঁর ভক্তরা।
আরও পড়ুন: ‘শালীনতা বজায় রাখা উচিত’, নেত্রী হয়েই বোধোদয় সায়নীর, নাম না করে খোঁচা নুসরতকে?
সত্যিই কি অভিনয় ছাড়ছেন রেজওয়ান? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেতা স্বীকার করেন, বেশ কয়েক বছর ধরেই বাংলার বাইরে কাজ করার কথা ভাবছেন তিনি। কিন্তু বাংলায় একটার পর একটা প্রোজেক্ট চলে আসায় তার আর টলিউড ছেড়ে যাওয়া হচ্ছিল না।
আরও পড়ুন: প্রথম পাঁচেই ১১টি সিরিয়াল! চমকে দিচ্ছে এ হপ্তার TRP তালিকা
তবে রেজওয়ান জানান ইদানিং যে প্রস্তাবগুলো তিনি পাচ্ছেন সেগুলো তাঁর তেমন পছন্দ হচ্ছে না। তাই একটাও হ্যাঁ বলেননি তিনি। অন্যদিকে তেলুগুতে ‘সাঁঝের বাতি’র রিমেকের জন্য তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান অভিনেতা। শেষমেষ তিনি বাংলাতেই থাকবেন নাকি পাড়ি দেবেন অন্য কোনো ইন্ডাস্ট্রিতে সেটা অবশ্য এখনো রহস্যই রেখেছেন রেজওয়ান।





Made in India