বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর তিন মাস অতিক্রান্ত হয়ে গেলেও আন্দোলনের ঝাঁঝ এতটুকু কমেনি। জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে রাজ্যের নানা মেডিক্যাল কলেজে প্রতিবাদ-আন্দোলনের নানান ছবি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এবার রাতের অন্ধকারে সেই দ্রোহের গ্যালারিতেই দুষ্কৃতী হানার অভিযোগ উঠল। শুধু তাই নয়! তিলোত্তমার প্রতীকী মূর্তিও ভাঙা হয়েছে বলে অভিযোগ।
-
আরজি কর কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতার মূর্তি ভাঙল দুষ্কৃতীরা?
আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আন্দোলন চলার কথা আগেই ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। দ্রোহের গ্যালারিতে তুলে ধরা হয়েছে সেই আন্দোলনের নানান ছবি। রাতের অন্ধকারে সেখানেই দুষ্কৃতী হানার অভিযোগ উঠল। কলকাতা মেডিক্যালে দ্রোহের গ্যালারিতে ভাঙা হল তিলোত্তমার প্রতীকী মূর্তি!
গতকাল কলকাতা মেডিক্যালের (Calcutta Medical College) দ্রোহের গ্যালারিতে আরজি কর কাণ্ডের নির্যাতিতার প্রতীকী মূর্তি বসানো হয়েছিল। আন্দোলনকারীদের অভিযোগ, রাতের বেলায় দ্রোহের গ্যালারিতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। ভাঙা হয় তিলোত্তমার প্রতীকী মূর্তি।
আরও পড়ুনঃ স্পষ্ট নির্দেশিকা দেয়নি সংসদ! দ্বিতীয় সেমিস্টারের আগে বিপাকে একাদশ শ্রেণির পড়ুয়ারা! কী নিয়ে সমস্যা?
এদিকে শনিবার রাতে আবার আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাড়ি যান সিবিআই (CBI) আধিকারিকরা। কথা বলেন তিলোত্তমার মা-বাবার সঙ্গে। জানা যাচ্ছে, আগামীকাল থেকে চিকিৎসক ধর্ষণ খুনের মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। দ্রুত বিচারের লক্ষ্যে এবার থেকে রোজ এই মামলার শুনানি হবে বলে খবর।

সেই সঙ্গেই জানা যাচ্ছে, আরজি কর চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের (RG Kar Case) মামলায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার তোরজোড় শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেখানে নাম থাকতে পারে আরজি কর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। আগামী সপ্তাহের শুরুর দিকে এই দু’জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।





Made in India