বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই রাতারাতি সমস্ত সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। অভিনেতার মৃত্যু রহস্যের পাশাপাশি মাদক কাণ্ডেও নাম জড়িয়েছিলেন প্রাক্তন বান্ধবীর। জেল খেটে আসার পরেই এক রকম অজ্ঞাতবাসে চলে গিয়েছিলেন রিয়া।
এখন অবশ্য আগের থেকে অনেকটাই স্বাভাবিক তিনি। ধীরে ধীরে ফিরেছেন সোশ্যাল মিডিয়ায়।এখন ভালোই সক্রিয় অভিনেত্রী। আর এবার কাজেও ফিরলেন রিয়া। দীর্ঘ দু বছর পর কাজ শুরু করলেন তিনি। একটি এফ এম রেডিওর স্টুডিওতে তাঁকে ডাবিং করতে দেখা যাচ্ছে।

হাতে একগুচ্ছ কাগড়ের তাড়া, কানে হেডফোন লাগিয়ে হাসিমুখে কাজে ব্যস্ত রিয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গতকাল, দু বছর বাদে আমি কাজে গিয়েছিলাম। আমার সবথেকে কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। যাই হয়ে যাক না কেন, সূর্যোদয় হবেই। কখনো হাল ছেড়ো না!’
কিছুদিন আগে মুম্বইয়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন রিয়া শৌভিক। একটি স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরোচ্ছিলেন দুজনে। শৌভিকের বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা থাকতে দেখা গিয়েছে। ক্রাচ ধরে ধীরে ধীরে হাঁটছিলেন তিনি। ভাইয়ের পাশেই দেখা মিলেছে রিয়ারও। পাপারাৎজির দিকে তাকিয়ে হাতও নাড়েন তিনি।
https://www.instagram.com/reel/CZ3ZIdeJqvD/?utm_medium=copy_link
ভিডিও ভাইরাল হতেই ধেয়ে এসেছে নেটিজেনদের কটাক্ষ। একজন লিখেছেন, ‘যেমন কর্ম তেমন ফল’। আরেকজনের বক্তব্য, কর্মফল ভোগ করছেন রিয়া শৌভিক। ভবিষ্যতে আরো ভোগ করতে হবে। কয়েকজন প্রয়াত সুশান্তের নাম করে অভিশাপও দিয়েছেন, কিছুতেই শান্তি পাবেন না রিয়া শৌভিক।
গত ২১ জানুয়ারি সুশান্তের জন্মবার্ষিকীতে একটি অদেখা ভিডিও শেয়ার করে আবেগঘন হয়ে উঠেছিলেন রিয়া। জানিয়েছিলেন, সুশান্তকে এখনো ‘মিস’ করেন তিনি। ভিডিওতে জিমের মধ্যে খুনসুটি করতে দেখা গিয়েছে দুজনকে। প্রাণোচ্ছ্বল মেজাজে ধরা দিয়েছেন সুশান্ত।
ক্যাপশনে রিয়া লিখেছেন, ‘খুব মনে পড়ে তোমাকে।’ পাশাপাশি নিজের ইনস্টা স্টোরিতেও সুশান্তের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন তিনি। রিয়ার পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন অনুষ্কা রঞ্জন, ফতিমা সানা শেখ, শিবানী দান্ডেকর, সুজান খানরা।





Made in India