বাংলাহান্ট ডেস্ক: কোজাগরী পূর্ণিমায় বাংলার ঘরে ঘরে চলছে লক্ষ্মী পুজো। আমজনতা থেকে তারকারা সকলেই মেতেছেন ধনদেবীর আরাধনায়। কেউ ঘরোয়া ভাবে তো জাঁকজমকের সঙ্গে পুজো করছেন সৌভাগ্যের দেবীর। প্রতি বছরের মতো এ বছরেও বাড়িতে লক্ষ্মীপুজো করেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (ritabhari chakrabarty)। মা ও দিদির সঙ্গে মিলেই পুজোর যাবতীয় আয়োজন, গোছানো গাছানো সেরেছেন।
লক্ষ্মীপুজোর একগুচ্ছ ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ঋতাভরী। এদিন হলুদ শাড়ি ও গোলাপী ব্লাউজে সেজেছিলেন তিনি। সঙ্গে কুন্দনের গয়না ও ছোট্ট গোলাপী টিপ। কালো গোলাপী পাড়ের সাদা শাড়িতে দেখা গেল অভিনেত্রীর মা শতরূপা স্যান্যালকে এবং দিদি চিত্রাঙ্গদা পরেছিলেন হালকা গোলাপী রঙা কুর্তি।

মা ও দিদির সঙ্গে মিলে সুন্দর করে লক্ষ্মী প্রতিমাকে সাজিয়েছেন ঋতাভরী। ফুল, আলো দিয়ে সাজিয়েছেন পুজোর স্থান। ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, ‘মা লক্ষ্মী আর আমার বাড়ির লক্ষ্মীরা’। বাস্তবিকই নিজের বাড়ির আরো দুই লক্ষ্মীকে নিয়েই হইহই করে দিন কাটাচ্ছেন ঋতাভরী। তাঁর জীবনের খুঁটিনাটিতে মা ও দিদিকেই পাশে পান তিনি।
সম্প্রতি নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন ঋতাভরী। চলতি বছরের শেষেই বাগদান পর্বটা সারবেন তিনি। তারপর ধীরে সুস্থে আগামী বছরের শেষে করবেন বিয়ে। ঋতাভরী জানান, লম্বা একটা সময় শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্যে দিয়ে কেটেছে তাঁর। পরপর দুটি অস্ত্রোপচারের পর শয্যাশায়ী হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর আগের প্রেমিক থাকতেন মুম্বইতে। প্রয়োজন থাকলেও পাশে পেতেন না তাঁকে। সে সময়েই নায়িকার জীবনে প্রবেশ নায়কের। তিনিই হবু বর, মনোবিদ তথাগত চট্টোপাধ্যায়।
https://www.instagram.com/p/CVN4-wdh_7W/?utm_medium=copy_link
হবু বরকে বিয়ের আগেই এক শর্ত দিয়েছেন ঋতাভরী। বাগদানের পর ও বিয়ের আগে কিছুদিন একসঙ্গে থাকবেন তাঁরা অভিনেত্রীর বাড়িতে। বিয়ের পর অবশ্য চলে যাবেন সল্টলেকের একটি নতুন বাড়িতে। বাগদান নিয়েও বড় পরিকল্পনা আছে ঋতাভরীর। হবু বরকে যে আংটিটী দেবেন তার মধ্যে একটি বিশেষ বার্তা লেখা থাকুক, এমনটাই ইচ্ছা রয়েছে তাঁর।





Made in India