বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রিতেশ দেশমুখ (riteish deshmukh) ও জেনেলিয়া ডিসুজা (genelia d’souza)। একসঙ্গে জুটি বেঁধে প্রথম ছবি করার সময়েই একে অপরের প্রেমে পড়েন দুজন। তারপর জাঁকজমক করে বিয়ে। দুই ছেলেকে নিয়ে দিব্যি সুখে সংসার করছেন রিতেশ জেনেলিয়া। বলিউডের ভাঙাগড়ার সম্পর্কের মাঝে তাঁদের দাম্পত্য জীবন যেন ব্যতিক্রমী।
দীর্ঘ দশ বছরের সংসার রিতেশ জেনেলিয়ার। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই মজার ভিডিও শেয়ায করেন দুজন, যা দেখে বোঝা যায় কোনো বিবাদ বিতর্ক স্পর্শ করতে পারেনি তাঁদের। সেই ২০১২ তে ‘তেরে নাল লভ হো গয়া’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রিতেশ ও জেনেলিয়া। ওই ছবি থেকেই প্রেম ও তারপর বিয়ে। কিন্তু এর জন্য জেনেলিয়ার পায়েও ধরতে হয়েছিল রিতেশকে। তাও আবার আট বার!

আসলে সম্প্রতি ডান্স রিয়েলিটি শো ‘সুপার ডান্সার ৪’এ অতিথি বিচারক হয়ে এসেছিলেন রিতেশ জেনেলিয়া। সেখানে নিজের বিয়ে নিয়ে বেশ মজার একটি ঘটনা জানান অভিনেত্রী। তিনি জানান, বিয়ের সময় আট বার রিতেশকে তাঁর পা ছুঁতে হয়েছিল। আসলে মরাঠি রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তাই রীতি মেনেই এই কাজটি করতে হয়েছিল অভিনেতাকে।
স্ত্রীয়ের কথা শুনে রিতেশ মজা করে বলেন, “হয়তো পণ্ডিতজি জানতেন বিয়ের পর আমাকে কী করতে হবে। তাই তখন থেকেই প্র্যাকটিস করাচ্ছিলেন।” তাঁর কথা শুনে হাসির রোল ওঠে শো তে। সুপার ডান্সার ৪ এ ‘বিয়ে স্পেশ্যাল’ এপিসোডের অতিথি ছিলেন রিতেশ জেনেলিয়া। এই মজার ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
https://www.instagram.com/tv/CR8Pr3wKFyV/?utm_medium=copy_link
এর আগে জেনেলিয়ার একটি সাক্ষাৎকারের ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। সেখানে তিনি স্বীকার করেছিলেন যে প্রথমে তিনি রিতেশকে একজন খারাপ মানুষ ভেবেছিলেন। কারণ অভিনেতার বাবা বিলাসরাও দেশমুখ ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিনেত্রী ভেবেছিলেন এমন একজন ক্ষমতাবান মানুষের ছেলে হয়তো উন্নাসিক প্রকৃতির হবেন। কিন্তু রিতেশের সঙ্গে মিশে জেনেলিয়ার সেই ধারনা ভেঙে যায়।





Made in India