বাংলাহান্ট ডেস্ক: একটানা দাবদাহের হাত থেকে সম্প্রতি কিছুটা রেহাই পেয়েছে বাংলার মানুষ। তাপমাত্রা কমেছে কিছুটা, রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনাও। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) পোস্ট দেখে গরম আরো বেড়ে যাবে, এমনি মত নেটিজেনদের। একাই নেটপাড়ার তাপমাত্রা বাড়ানোর দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী।
টলিউডে কয়েক দশক কাটিয়ে ফেলেছেন ঋতুপর্ণা। তবুও এই সময়ের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। তরুণ মুখদের থেকেও তাঁর চাহিদা বেশি পরিচালক প্রযোজকদের মধ্যে। আগেকার সময় থেকে এখনকার সময়ের প্রথম সারির এবং নতুন পরিচালকদের প্রায় সবার সঙ্গেই কাজ করা হয়ে গিয়েছে ঋতুপর্ণার।

শুধু সেলুলয়েডের পর্দাতেই অবশ্য নয়, সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই দেখা মেলে ঋতুপর্ণার। ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকেন তিনি। প্রায়ই নানান ফটোশুটের ছবি, ভিডিও তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁর সাম্প্রতিক একটি ছবি নিয়েই শুরু হয়েছে যত শোরগোল।
সুইমিং পুলের জলে নেমে পোজ দিতে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। পরনে গোলাপি রঙের বিকিনি, মধ্য বয়সেও তাঁর হটনেস উপেক্ষা করা অসম্ভব। ছবিটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বিট দ্য হিট’। কিন্তু নেটিজেনদের মতে, গরম কমানোর বদলে আরো বাড়িয়ে দিচ্ছেন ঋতুপর্ণা।

প্রসঙ্গত, আগামীতে একগুচ্ছ প্রোজেক্ট রয়েছে ঋতুপর্ণার ঝুলিতে। ‘আকরিক’ ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। এছাড়াও ‘শিকার’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে দেখা যাবে নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকেও।
সম্প্রতি শোনা গিয়েছে, আগামী ৯ ই মার্চ রবীন্দ্র সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে নৃত্য পরিবেশন করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী শংকররা। পাশাপাশি থাকবেন সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য ও অন্যান্য শিল্পীরাও। অনুষ্ঠানে অমিত শাহের সঙ্গেই দেখা যাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।





Made in India