সৌতিক চক্রবর্তী,বোলপুর,বীরভূমঃ নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ঘিদহ গ্রামের জহির মল্লিকের একমাত্র সন্তান জিৎ মল্লিক নামে বছর ১৪-র এক শিশু। সে সিঙ্গি ইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে,ঘিদহ গ্রামের বাসিন্দা জিৎ মল্লিকের বাড়ির পাশেই আজয় নদী। আর সেখানেই আজ দুপুর ১২ টা নাগাদ জিৎ ও তার চার বন্ধু মিলে স্নান করতে নেমেছিল। কিন্তু স্নান করতে নামলেও নদী থেকে আর উঠে আসেনি। এইদিকে তার বন্ধুরা নদীতে জিৎ-এর তলিয়ে যাওয়া খবর গ্রামে জানাতেই গ্রামবাসীরা উদ্ধারকাজ শুরু করলেও কোন লাভ হয়নি। পরে তারা বোলপুর থানায় খবর দিলে বোলপুর থেকে বিশাল পুলিশবাহিনী ও বিপর্যয় মোকাবিলার একটি বিশেষ টিম এসে নদীতে তল্লাশি শুরু করে কিন্তু দেহ এখনো উদ্ধার করতে সক্ষম হননি। যদিও এখনো চলছে উদ্ধারকাজ।

জিৎ-এর এক বন্ধু জানায়,‘আমরা যখন সাঁতার কাটছিলাম তখন নদীতে জল বেশি ছিল। কিন্তু জিৎ সাঁতার কাটতে কাটতে নদীর প্রায় মাঝে চলে যায়। তখন সেখানে গিয়ে সে হাঁপিয়ে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।’ এইরকম ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।





Made in India