বাংলাহান্ট ডেস্ক: ইউটিউবে বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে একটি ভিডিও (video), ‘গেন্দা ফুল’ (genda phool)। বাদশা (badshah)ও পায়েল দেবের গাওয়া এই গানের কথা এখন মুখে মুখে ঘুরছে মানুষের। তবে গানটিকে ঘিরে বিতর্কও কম হয়নি। আসলে এই গান যার সৃষ্টি তিনি বীরভূমের মানুষ, নাম রতন কাহার। তাঁর লেখা ও সুর দেওয়া এই গানই দীর্ঘদিন ধরে শুনে আসছে বাঙালি। অথচ প্রথমে কোনও স্বীকৃতিই দেওয়া হয়নি তাঁকে। বহু বিতর্কের পর অবশ্য বাদশা কথা বলেন রতন কাহারের সঙ্গে। তাঁকে আর্থিক সাহায্যও পাঠান।
মুক্তির পর থেকেই গেন্দা ফুল গানটি নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটজনতা। একাংশের মতে গানটি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। অপর অংশের বক্তব্য বাঙালির মানসিকতায়, ভাবাবেগে আঘাত হেনেছেন বাদশা। কিন্তু এতসব বিতর্কের মাঝেও গানটি নিয়ে চর্চা অব্যাহত রয়েছে। যারা নৃত্যপ্রেমী, বলা বাহুল্য এমন একটি গান পেয়ে তারা খুবই খুশি।

জ্যাকলিনের ডান্সস্টেপ নকল করা হোক বা নিজেদের বানানো স্টেপ, বাঙালি মেতেছে ‘গেন্দা ফুল’এ। তারকা থেকে সাধারন মানুষ সকলকেই দেখা যাচ্ছে এই গানের তালে পা মেলাতে।
সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই আরেকটি ভিডিও যেখানে অভিনেত্রী রিয়া গাঙ্গুলীকে (Riya Ganguly) দেখা গিয়েছে গেন্দা ফুলের তালে নেচে উঠতে। পরনে লাল পাড় সাদা শাড়ি, কপালে টিপ, খোলা চুলে পুরো বাঙালি সাজে ধরা দিলেন অভিনেত্রী।
এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রচুর লাইক পড়ে গিয়েছে এই ভিডিওতে। প্রসঙ্গত, আঁচল ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন রিয়া। তারপর গোয়েন্দা গিন্নি, সিঁদুরখেলা, কিরণমেলা সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।





Made in India