নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া: পিকআপ ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে প্রান গেল এক ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়া বর্ধমান রাস্তার রসুলপুর বাজারের কাছে। মৃত ব্যবসায়ীর নাম শেখ সাগর (২৭)। বাড়ি ইদিল চক গ্রামে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ ও যানবাহন নিয়ন্ত্রণের দাবীতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শেখ সাগর একজন মুরগি ব্যবসায়ী। অনান্য দিনের মত এদিনও তিনি বিভিন্ন দোকানে মুরগি সরবরাহ করতে গিয়েছিলেন। দুপুরে বাড়ি ফেরার সময় বর্ধমান বাঁকুড়ার মেন রোডের কাছে রসুলপুরের দত্তবাড়ী এলাকায় একটি পিক আপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ঐ ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
শেষ পাওয়া খবরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্য বিক্ষোভ তুলে নেওয়ার জন্য আলোচনা চলছে।





Made in India