বাংলা হান্ট নিউজ ডেস্ক: কালই ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের এখনও দুই সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু তার আগে অস্ট্রেলিয়ার পরিবেশের সঙ্গে দলকে খাপ খাইয়ে নিতে চান অধিনায়ক রোহিত শর্মা। দলে একাধিক এমন ক্রিকেটার রয়েছেন যারা এর আগে অস্ট্রেলিয়ায় সিনিয়র পর্যায়ের ক্রিকেট খেলেননি। তাদের কথা ভেবেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত।
তবে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে একটি কাজ করে গেছেন রোহিত শর্মা যা নিয়ে এখন চর্চা তুঙ্গে। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরে তার পরিবারের সাথে প্রার্থনা করে আশীর্বাদ নেওয়ার ছবি এখন ভাইরাল। তাকে অস্ট্রেলিয়াগামী বিমান ধরার আগে সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিতরে একটি নীল কুর্তা গায়ে দেওয়া অবস্থায় দেখা যায়। ওই সময় তাঁর মেয়ে সামাইরা তাঁর কাঁধে বসে ছিলেন এবং তাঁর স্ত্রী রিতিকা তাঁর পাশে ছিলেন এবং তার সকলে ভগবান গণেশের কাছ থেকে আশীর্বাদ চাইছিলেন।
এইমুহূর্তে ভারতীয় দলের এমন কিছু সমস্যা রয়েছে যা থেকে মুক্তি পেতে সত্যিই রোহিত শর্মার ভগবানের আশীর্বাদ দরকার। রোহিতের অধিনায়কত্বের দিকটি যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে তার মত সফল টি-টোয়েন্টি অধিনায়ক ভারতীয় দল কখনো পায়নি। অবশ্যই রোহিত শর্মার নেতৃত্বে যতদিন না টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ভারত ততদিন এই কথাটিকে অনেকেই জানতে চাইবেন না। কিন্তু কোনোরকম প্রতিযোগিতার হিসেব বাদ দিয়ে আমরা যদি শুধু একটি একটি ম্যাচের হিসেবে দেখি তাহলে রোহিত শর্মার স্বল্পসময়ের অধিনায়কত্বে ভারত যে পরিমাণ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে এর আগে ধোনি বা কোহলির অধিনায়কত্বে ভারত ম্যাচ জিততে পারেনি।

কিন্তু রোহিত শর্মার অধিনায়কত্বে বেশকিছু অস্বস্তিজনক এবং লজ্জার রেকর্ড জুড়েছে ভারতের কপালে। বিশ্বকাপে সেই রেকর্ড গুলো আরও ফুলেফেঁপে উঠুক এমনটা চাইবেন না রোহিত শর্মা। সেই লজ্জার রেকর্ডগুলির একটি হলো ইনিংসে বিপক্ষ দলের ২০০ রানের গণ্ডি অতিক্রম করা। পরিসংখ্যান বলছে রোহিত শর্মার অধিনায়কত্বে ৬ বার ২০০ রানের গণ্ডি অতিক্রম করেছে বিপক্ষ দল। অথচ তিনি পূর্ণদৈর্ঘ্যের অধিনায়ক হয়েছেন, তারপরে এক বছরও হয়নি। মহেন্দ্র সিংহ ধোনির ৯ বছরের অধিনায়ক জীবনে ভারতীয় দল ২০০ রানের বেশি রান বিপক্ষকে করতে দিয়েছে মাত্র ৭ বার। এই দিক দিয়ে দেখতে গেলে বিরাট কোহলির রেকর্ড আরও আকর্ষণীয়। তার ৫ বছরের অধিনায়কত্বে বিপক্ষ দল কেবলমাত্র ২ বার ২০০ রানের গন্ডি অতিক্রম করতে পেরেছে। বিশ্বকাপে রোহিত শর্মা ধোনিকে এই পরিসংখ্যানে ছুঁয়ে, ফেলুক এমনটা ভারতীয় সমর্থকদের কেউই চাইবেন না।
এই পরিসংখ্যান একটাই বিষয় পরিস্কার করে দেয় যা হলো বোলিংয়ের ক্ষেত্রে সমস্যা। ভারতীয় দল একজন দক্ষ ডেথ বোলারের অভাব প্রবলভাবে অনুভব করছে। নতুন বল হাতে ভুবি, দীপক আর মাঝের ওভারগুলিতে অক্ষর, হর্ষলরা উইকেট পেলেও ডেথ ওভারগুলিতে কেউই ভরসা হয়ে উঠতে পারছেন না। জাদেজা ও বুমরার অনুপস্থিতি ভালোই ভোগাতে পারে ভারতকে। হয়তো সেই সমস্যার সমাধানের রাস্তা খুঁজতেই মন্দিরে গিয়ে মাথা ঝুঁকিয়ে এসেছেন হিটম্যান।





Made in India