বাংলাহান্ট ডেস্ক: ২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিনেই জন্ম টলিউডের সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেবের (dev)। ৩৮ এ পা দিলেন অভিনেতা। সেই উপলক্ষে সোজা তাঁর ছবির শুটিং সেটে গিয়ে সারপ্রাইজ দিলেন বিশেষ মানুষ, রুক্মিনী মৈত্র (rukmini moitra)। এদিন সবার সামনেই দেবকে ভালবাসার কথাও স্বীকার করে নেন অভিনেত্রী।
আগামী ছবির ‘গোলন্দাজ’ এর শুটিংয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন দেব। সেখানেই হঠাৎ মধ্যরাতে সারপ্রাইজ দিতে পৌঁছে যান রুক্মিনী। কেক কাটার ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘শুভ জন্মদিন মুচ্ছড়। বছর আরো যোগ হতে থাকুক কিন্তু এই গোঁফটাকে এবার যেতে হবে।’

আসলে গোলন্দাজ ছবিতে নগেন্দ্র সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করছেন দেব। চরিত্রের খাতিরেই এই জাঁদরেল গোঁফ রাখতে হয়েছে তাঁকে। আর সেটাই একেবারে না পসন্দ রুক্মিনীর। তাই জন্মদিনে দেবের কাছে তাঁর আবদার, ‘গোঁফটা এবার কাটো।’
https://www.instagram.com/p/CJMTTIBl9Z9/?igshid=1k1d7am25qf9s
এদিন দেবের জন্য তথা নেটিজেনদের জন্য ছিল আরো এক চমকপ্রদ সারপ্রাইজ। সকলের সামনেই এদিন অভিনেতাকে ভালবাসার কথা স্বীকার করে নেন রুক্মিনী। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন দেব। সেখানে দেখা গিয়েছে, একটি দোকানের উপরে ঝুলছে এক বিশাল ব্যানার। তাতে লেখা, ‘শুভ জন্মদিন দেব, তোমাকে ভালবাসি আর তুমি জানো সেটা সত্যি।’
https://www.instagram.com/p/CJMhSCzjpIC/?igshid=ulnlmd7s5x00
নগেন্দ্র সর্বাধিকারীর লুকেই এদিন জন্মদিনের কেক কাটেন দেব। শুটিং টিমের সকলের সঙ্গেই জন্মদিন পালনে মেতে উঠতে দেখা যায় তাঁকে। সকলকে নিজে হাতে কেকও খাইয়ে দেন তিনি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Birthday Celebration @idevadhikari @RukminiMaitra #HappyBirthdayDEV
(Video by- Arnold Fudge) pic.twitter.com/zM8enJh0B9— ♥️বলরাম ♥️Balaram (@balaram_dm) December 24, 2020
প্রসঙ্গত, এই মুহূর্তে গোলন্দাজ ছাড়াও কমান্ডো ছবির শুটিং সারছেন দেব। কমান্ডো দেবের প্রথম বাংলাদেশি ছবি। আজই অভিনেতার জন্মদিনে মুক্তি পেতে চলেছে ছবির টিজার। এছাড়াও রুক্মিনীর সঙ্গে ‘কিশমিশ’ ছবিতেও দেখা যাবে দেবকে।





Made in India