ফের ক্রিকেট মাঠ দেখলো রাসেল ঝড়! খেললেন মাত্র 14 টি বল তার মধ্যে ছয়টি ছক্কা মারলেন কিন্তু ছিল না একটিও চার। রাসেলের এক একটা শট ব্যাটে লেগেই যেন চলে যাচ্ছিল দর্শকদের কাছে। ফের একবার দর্শকদের কাছে টিটিয়েন্টি ক্রিকেট কে এন্টারটেটমেন্ট শো করে তুললেন কেকেআর এর তারকা আলরউন্ডার আন্দ্রে রাসেল। সেই সাথে মাঠে উপস্থিত সকল দর্শকদের মুখে রাসেল রাসেল বলে চিৎকার।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেমন রাসেল তান্ডব দেখা যায় তেমনি এবার রাসেল তান্ডব দেখলো শ্রীলংকান ক্রিকেট প্রেমীরা। লঙ্কান বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা করল রাসেল। রাসেলের 14 বলে 40 রানের মারকুটে ইনিংসে ভর করে শ্রীলঙ্কাকে হারালো ওয়েস্ট ইন্ডিজ।

এইদিন টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে 155 রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে রাসেলের ভয়ঙ্কর ব্যাটে ভর করে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের সুবাদে দুই ম্যাচের টিটিয়েন্টি সিরিজ 2-0 ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ।
 
			 





 Made in India
 Made in India