বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দলীপ ট্রফি (Duleep Trophy) ২০২৪-এর দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে। এই রাউন্ডে অনন্তপুরে ইন্ডিয়া C-এর মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া B। এই ম্যাচের শুরুতেই ইন্ডিয়া C-এর প্লেয়িং ইলেভেনে ঈশান কিশানের প্রবেশ দেখে সবাই অবাক হয়েছেন।
এদিকে, দলীপ ট্রফির (Duleep Trophy) ওই ম্যাচের দ্বিতীয় বলেই চোট পান ইন্ডিয়া C দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রুতুরাজ ওপেন করতে এসে একটি চার মারার পর দ্বিতীয় বলেই চোট পান।

দ্বিতীয় বলটি খেলার পর গায়কোয়াড় তাঁর গোড়ালিতে চোট পান। যার কারণে তাঁকে ডাগআউটে ফিরতে হয়। তবে, গায়কোয়াড়ের চোটের প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও তথ্য জানায়নি BCCI।
আরও পড়ুন: ১৪৭ বছরে প্রথমবার….ইতিহাস তৈরির পথে কোহলি! সচিনের বিশ্ব রেকর্ডও সহজেই দেবেন ভেঙে
ইন্ডিয়া C বনাম ইন্ডিয়া B: জানিয়ে রাখি যে, অনন্তপুরে টসে জিতে ইন্ডিয়া B দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন বল করার সিদ্ধান্ত নেন। এদিকে, রুতুরাজের নেতৃত্বাধীন ইন্ডিয়া C দলের হয়ে প্রথমে ব্যাট করতে আসেন সাই সুদর্শন এবং রুতুরাজ। ম্যাচের প্রথম ওভারে ইন্ডিয়া B-এর হয়ে বল শুরু করেন মুকেশ কুমার। প্রথম বলেই চার মারেন রুতুরাজ।
আরও পড়ুন: মিলবে না শান্তি! দেশে ফের চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি, আমজনতার পকেটে পড়বে টান
এদিকে, চোটের সম্মুখীন হয়ে গায়কোয়াড় মাঠ ছাড়ার পরে, রজত পতিদার তাঁর জায়গায় আসেন এবং সাই-এর সাথে তিনি ইনিংস সামলান। ৭৫ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাই সুদর্শন। যেখানে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন রজত পতিদার। প্রথম দিনের শেষে ইন্ডিয়া C দল ৫ উইকেটে ৩৫৭ রান করেছে।





Made in India