বাংলাহান্ট ডেস্ক : শুল্ক নিয়ে টানটান উত্তেজনা অব্যাহত ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। শুল্ক মকুবের প্রস্তাব নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেন, ভারত নাকি এমন প্রস্তাব দিয়েছে যেখানে তারা কোনো শুল্কই নিতে চায় না আমেরিকার পণ্য থেকে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সরাসরি ট্রাম্পের (Donald Trump) বিরোধিতা না করলেও তা তিনি মন্তব্য করেন, যতক্ষণ না বাণিজ্য চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ কোনো পূর্ব ঘোষণা সম্ভব নয়।
ট্রাম্পের (Donald Trump) দাবি উড়িয়ে কড়া বার্তা জয়শঙ্করের
বৃহস্পতিবার বিদেশমন্ত্রী বলেন, ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক শুল্ক নিয়ে জটিল আলোচনা পর্ব চলছে। বিষয়টিতে নিয়ে এখনই কিছু চূড়ান্ত হয়নি। তাঁর মন্তব্য আসে ঠিক শুল্ক মকুব নিয়ে ট্রাম্পের (Donald Trump) দাবির পর। বুধবার দোহায় মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, ভারত এমন একটি প্রস্তাব দিয়েছে যেখানে আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরণের শুল্ক বাতিল করে দিতে চায় তারা।

কী বললেন বিদেশমন্ত্রী: তার প্রতিক্রিয়ায় এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘সব কিছুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো কিছুই স্থির হয় না। যে কোনও বাণিজ্য চুক্তি পারস্পরিক ভাবে লাভজনক হতে হবে। দুই দেশের জন্যই ফলপ্রসূ হতে হবে বাণিজ্য চুক্তি। তাই যতক্ষণ পর্যন্ত না ভারত আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো আগে থেকে কোনো ঘোষণা সম্ভব নয়।
আরো পড়ুন : ‘সাইরেন বাজিয়ে শুরু মারধোর’, শিক্ষকদের গলাধাক্কা পুলিশের, চলল লাঠিচার্জ! রণক্ষেত্র বিকাশ ভবন
দোহায় দাবি ট্রাম্পের: দোহায় ট্রাম্প (Donald Trump) আরো বলেন, অ্যাপল কর্তা টিম কুককে ভারতে বিনিয়োগে নিষেধ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি কুককে বলেছেন, তিনি চান না যে ভারতে জিনিস উৎপাদন করুন কুক। ভারত নিজেই নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত ভালোই চলছে।
আরো পড়ুন : পর্যাপ্ত পুলিশ না থাকাতেই হিংসার বাড়বাড়ন্ত, মুর্শিদাবাদ নিয়ে হাইকোর্টে কেন্দ্রের দাবি, আগেই সতর্ক…
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ভারতীয় পণ্যের উপরে সর্বোচ্চ ২৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা। পরে আবার তা ৯০ দিনের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন ট্রাম্প। আগামী ৯ ই জুলাই শেষ হতে চলেছে ওই সময়সীমা। তার আগে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি খসড়া চূড়ান্ত করার জন্য আলোচনা চলছে ভারত এবং আমেরিকার।





Made in India