বাংলাহান্ট ডেস্ক: সব্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury) ও ঐন্দ্রিলা শর্মা (aindrila sharma) এই দুটো নাম ভালবাসার সংজ্ঞাকে যেন নতুন করে লিখেছেন। ক্যানসারকে ধীরে ধীরে সারিয়ে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। তাঁর এই কঠিন সময়ে পরম নির্ভরযোগ্য সঙ্গী হিসেবেই পাশে রয়েছেন প্রেমিক সব্যসাচী। নিজের সিরিয়ালের শুটিং সামলে, সমাজসেবা মূলক কাজের চাপের ফাঁকেও ঐন্দ্রিলার জন্য ঠিক সময় বের করে নেন তিনি।
অভিনেত্রীর যখন দ্বিতীয় বারের জন্য ক্যানসার ধরা পড়ল, সোশ্যার মিডিয়ায় অনুরাগীদের সামনে এসে ভেঙে পড়েছিলেন তিনি। তখন থেকে ঐন্দ্রিলার হাতটা শক্ত করে ধরে রেখেছেন সব্যসাচী। ঐন্দ্রিলার মনের জোর ও সব্যসাচীর ভালবাসা, যত্নকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়াবাসীরা। শুভাকাঙ্খীদের কথা ভেবেই নিয়মিত ঐন্দ্রিলার শরীর স্বাস্থ্যের আপডেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা। তবে এবার আপডেটের সঙ্গে সঙ্গে একটি গুরুতর অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো শরীর খুবই দুর্বল ঐন্দ্রিলার। গতকালই রেডিয়েশন থেরাপির পর্ব মিটেছে বলে জানিয়েছেন সব্যসাচী। তবে কেমো এখনো চলবে সেই নভেম্বর মাস পর্যন্ত। বিশেষ করে এই জুলাই মাসটা খুবই কষ্টকর ছিল ঐন্দ্রিলার জন্য। শরীর এতটাই দুর্বল যে মায়ের সাহায্য ছাড়া কোনো কাজই করতে পারছিলেন না তিনি। কাজেই এই সময়টায় শুধু শুয়ে শুয়ে মোবাইল ঘেঁটেই সময় কাটাতে হচ্ছে ঐন্দ্রিলাকে। আর এতেই তাঁর চোখে পড়ছে এমন কিছু বিষয় যাতে বেশ ক্ষুব্ধ সব্যসাচী।
অভিনেতার অভিযোগ, ইউটিউবে বেশ কিছু চ্যানেলে খবর ‘মুখরোচক’ করার জন্য আপত্তিজনক ভাবে পেশ করা হচ্ছে। দেওয়া হচ্ছে ভুয়ো তথ্য। বেশ কিছু উদাহরণ দিয়েছেন সব্যসাচী। ঐন্দ্রিলা তাঁকে নিজে জানিয়েছেন, এমন খবরও ঘুরে বেড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তাঁর চিকিৎসার খরচ দিচ্ছেন। এমনকি অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর পর্যন্ত পেশ করা হচ্ছে কিছু ইউটিউব চ্যানেলে।
https://www.instagram.com/p/CR-rucmJTbs/?utm_medium=copy_link
বিষয়টি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন সব্যসাচী। তবে তিনি এও লিখেছেন ঐন্দ্রিলা এই ধরনের ভুয়ো খবরে নিজের মনোবল হারাননি। বরং সব্যসাচীকে রাগ করতে বারন করেছেন। যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে কাজে ফিরতে চান ঐন্দ্রিলা। তিনি নিজেই লিখেছেন, লাইট ক্যামেরা অ্যাকশনকে খুব মিস করছেন।





Made in India