বাংলাহান্ট ডেস্ক: ‘মহাপীঠ তারাপীঠ’ (Mahapith Tarapith) সিরিয়ালে সাধক বামাক্ষ্যাপা রূপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। তবে শুধুই অভিনয়ের জন্য নয়। তাঁর লেখাও একই রকম ভাবে সমাদৃত নেটপাড়ায়। প্রেমিকা ঐন্দ্রিলা শর্মার ক্যান্সারের বিরূদ্ধে লড়াইয়ে যে ভাবে তাঁকে আগলে রেখেছিলেন, তাতে যারা সিরিয়াল দেখেন না তারা পর্যন্ত সব্যসাচীর ভক্ত হয়ে উঠেছেন।
ঐন্দ্রিলার নিয়মিত শরীর স্বাস্থ্যের আপডেট দেওয়ার জন্য কলম ধরেছিলেন সব্যসাচী। এছাড়াও টুকটাক লিখতেন ফেসবুকে, যার জন্য মুখিয়ে থাকত অনুরাগীরা। মহাপীঠ তারাপীঠ শেষ হতে পাকাপাকি ভাবে সেই কাজটাই ধরে নিলেন তিনি। এখন থেকে তিনি লেখক সব্যসাচী।

আসন্ন বইমেলাতেই প্রকাশিত হবে তাঁর লেখা ‘দলছুটের কলম’। আনন্দবাজার অনলাইনকে সব্যসাচী জানান, লিখতে তিনি বরাবরই ভালবাসতেন। ফেসবুকে তাঁর লেখা দেখে অনেকেই নিয়মিত লিখতে বলতেন। তাদের মধ্যে ছিলেন প্রেমিকা ঐন্দ্রিলাও।
বেশ কিছু বই প্রকাশনা সংস্থাও যোগাযোগ করেছিল সব্যসাচীর সঙ্গে। তাদের মধ্যেই একটি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। আপাতত সব্যসাচীর ফেসবুক লেখাগুলিরই একটি সংকলন বেরোবে বইয়ের আকারে। তবে চুক্তি অনুসারে এরপর থেকে আর ফেসবুকে মনের কথা ইচ্ছা হলেই লিখতে পারবেন না তিনি। হতে হবে কঠোর পেশাদার।
তবে কি অভিনয় ছেড়ে দিলেন সব্যসাচী? বামদেব বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে সব্যসাচীর অভিনেতা সত্ত্বাও বিদায় নিল? এমন সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, অভিনয় লেখা দুটোই সমান তালে চালাবেন। মোদ্দা কথা, যেটা তাঁর ভাল লাগবে বা ভাল পারবেন সেটাই তিনি করবেন।
শুধু ‘দলছুটের কলম’ নয়। কচিকাঁচাদের জন্যও গল্প লিখছেন সব্যসাচী। তাও আবার ‘নেপোলিয়ন’ ছদ্মনামে। ঐন্দ্রিলা অবশ্য তাঁর পাঠিকা হবেন না। কারণ তিনি বই পড়েনই না। তবে প্রেমিককে উৎসাহ যুগিয়ে চলেছেন ষোলো আনা।





Made in India